Select language to read news in your own language

স্তন ক্যানসারে আক্রান্ত জেসি জে, চিকিৎসা শুরু করেছেন গায়িকা


প্রসিদ্ধ ব্রিটিশ গায়িকা জেসি জে প্রকাশ্যে জানিয়েছেন যে তিনি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছেন এবং ইতিমধ্যেই তাঁর চিকিৎসা শুরু হয়েছে। সামাজিক মাধ্যমে এক আবেগঘন বার্তায় তিনি নিজের রোগ নির্ণয়ের কথা শেয়ার করেন, যা তাঁর ভক্তদের মধ্যে গভীর উদ্বেগ ও সহানুভূতির সৃষ্টি করেছে।

এর আগেও জেসি জে নিজের স্বাস্থ্যসংক্রান্ত নানা সমস্যা নিয়ে খোলাখুলি কথা বলেছেন। এবারও তিনি সাহসের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন এবং অনুরাগীদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন। তাঁর এই প্রকাশভঙ্গি কেবল অনুপ্রেরণাদায়ক নয়, অনেকের মধ্যেই সচেতনতা বৃদ্ধির বার্তা পৌঁছে দিয়েছে।

ads banner


ads banner

Bangla eDaily to resume soon