Select language to read news in your own language

অনুব্রত কান্ডে রাজ্য পুলিশকে ডেডলাইন বেঁধে দিল কমিশন



 

সোমনাথ চৌধুরী

 অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) উচ্চপদস্থ পুলিশ আধিকারিককে অকথ্য  ভাষায় গালিগালাজ দেওয়ার অভিযোগে বড়সড় আইনি বিপাকে জড়িয়েছেন। একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে তাঁর বিরুদ্ধে, সেই সাথে তাঁকে একাধিক বার বোলপুর এসডিপিও অফিসে তলবও করা হয়েছে। প্রথমে কয়েকবার হাজিরা এড়ালেও বৃহস্পতিবার এসডিপিও অফিসে উপস্থিত হন তিনি। এদিকে এবার এই ঘটনার জল গড়াল কেন্দ্রীয় স্তরে। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সময় বেঁধে দিয়ে চিঠি পাঠিয়েছে জাতীয় মহিলা কমিশন।

এদিন বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) অডিও কাণ্ডের জেরে জাতীয় মহিলা কমিশনের চিঠি এসে পৌঁছেছে। যেখানে স্পষ্ট লেখা রয়েছে, একজন মহিলার বিরুদ্ধে এমন হুমকি মন্তব্য সামাজিক এবং মূল্যবোধের অবক্ষয়ই শুধু নয়, এটি একটি ঘৃণ্য অপরাধও। যার ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতায় প্রয়োজনীয় পদক্ষেপের কথা উল্লেখ করা হয়েছে।

এর আগেও একাধিক বিতর্কে নাম জড়িয়েছে বীরভূমের প্রভাবশালী নেতা 'কেষ্ট'র, জেলেও থেকেছেন তিনি। কিন্তু এবারের অভিযোগে এখনও পর্যন্ত কেন তাঁকে গ্রেফতার করা হল না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। জাতীয় মহিলা কমিশনের পাঠানো চিঠিতেও অনুব্রত মন্ডলের (Anubrata Mondal) অতীতের প্রসঙ্গ টেনে লেখা হয়েছে, যাঁর অতীতে অপরাধের ছাপ রয়েছে তাঁর বিরুদ্ধে এখনো পর্যন্ত যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হল না কেন? একজন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের পরিবারকে যদি এমন হুমকির মুখে পড়তে হয় তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?'

পাশাপাশি, কী কী পদক্ষেপ এখনো পর্যন্ত নেওয়া হয়েছে উক্ত ঘটনায় তা জানতে চেয়ে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে কমিশনের তরফে। এ প্রসঙ্গে জাতীয় মহিলা কমিশন রাজ্য পুলিশকে ৭২ ঘন্টার সময় বেঁধে দিয়ে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বিরুদ্ধে নেওয়া আইনি পদক্ষেপের রিপোর্ট তলব করেছে।

উল্লেখ্য ,বোলপুরের আইসিকে (IC) মা বউ তুলে কুরুচিকর ভাষায় গালিগালাজ দেওয়ার অডিও প্রকাশ্যে আসার পরেই পুলিশের তরফে অনুব্রত মন্ডলের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়। বোলপুর এসডিপিও অফিসে তাঁকে কয়েকবার হাজিরা দেওয়ার নোটিশ পাঠানো হলেও অসুস্থতার কারণ দেখিয়ে উপস্থিত হননি তিনি। তবে এদিন বৃহস্পতিবার অসুস্থতা কাটিয়ে হাজিরা দেন অনুব্রত।
 
ads banner


ads banner

Bangla eDaily to resume soon