Select language to read news in your own language

দুই বিজ্ঞানীকে একই দিনে হারালাম



গত 20.05.25 তারিখ বুধবারে ভারত দুই জন বিশিষ্ট বিজ্ঞানীকে হারালো । বিজ্ঞানীর মৃত্যু অপূরণীয় ক্ষতি । তবু বিজ্ঞান কখনোই থেমে থাকে না । কিন্তু এঁদের অবদানে দেশের বিজ্ঞানীদের আরো এগিয়ে যেতে প্রেরণা হয়ে থাকবে । জ্যেতির্পদার্থবিজ্ঞানী জেভিএন তথা জয়ন্তবিষ্ণু নারলিকা এবং পরমাণু বিজ্ঞানী এম আর শ্রীনিবাসন এই দুই বিজ্ঞানীকে আমরা হারালাম। তাঁদের বয়স হয়েছিল যথাক্রমে ৮৬ বছর এবং ৯৫ বছর । তাঁদের স্ব-স্ব ক্ষেত্রে নিজেরাই নিজেদের উদাহরণ । নারলিকার তিনি শুধু জ্যোতির্পদার্থবিজ্ঞানী ছিলেন না । পদার্থবিজ্ঞান সহ কসমোলজি ও ছিল তাঁর কর্মক্ষেত্র । তিনি স্থিতাবস্তা তত্ত্বের অন্যতম প্রবক্তা । ইংরেজি ও মারাঠি ভাষায় বিজ্ঞান বিষয়ক পুস্তক রচনাকার এবং কল্পবিজ্ঞান বিষয়ে তাঁর রচনা পাঠক সমাজ নতুন রসদ পায় । 
পরমাণুবিজ্ঞানী এম আর শ্রীনিবাসন এ দেশে পরমাণু বিজ্ঞানের পথিকৃত হোমি জে ভাবার সাথে কাজ করেছেন । বিজ্ঞানী ভাবার উত্তরসূরী হিসেবে পরবর্তী সময়ে ভারতে পরমাণু বিজ্ঞানের প্রতিষ্ঠানের সর্বোচ্চ পদে নিয়োজিত ছিলেন । 
দুই বিজ্ঞানী দেশের অসামরিক পুরস্কার পদ্মবিভূষণ ও পদ্মভূষণ সম্মানে সম্মানিত হয়েছেন ।
 

ads banner


ads banner

Bangla eDaily to resume soon



Tags: