কবিগুরুর ১৬৫ তম জন্মদিনে চারিদিকে প্রথাগত এবং আড়ম্বপূর্ণ গঙ্গা জলে গঙ্গাপুজোর অনুষ্ঠানের পাশাপাশি এক অনাড়ম্বর অনুষ্ঠান দেখা গেল । বস্তিবাসী ছেলেমেয়েদের নিয়ে মাঝেরহাটে 'মুক্তি' নামের একটি অপ্রথাগত স্কুল চলছে দীর্ঘ বারো বছর । সেই স্কুলের শিক্ষক ও শিক্ষিকাদের আয়োজনে যে অনাড়ম্বরভাবে রবি-স্মরণ অনুষ্ঠিত হল, যে অনুষ্ঠান আড়ম্বরের থেকে আন্তরিকতায় ভরে উঠেছিল । স্কুলের পড়ুয়াদের নিষ্ঠাভাবে অংশগ্রহণ অবাক করে দেয় । শুধু মাঝেরহাটে নয়, পাথরপ্রতিমা ব্লকে সত্যদাসপুর গ্রামে আদিবাসী শিশুদের নিয়ে 'সুন্দরবন শিশুবিকাশ কেন্দ্র' নামে একই রকম স্কুলেও অত্যন্ত আন্তরিকভাবে তাঁরা কবি প্রণাম করেছে । এই দুটি স্কুলে প্রজন্মের প্রথম পড়ুয়াদের কাছে রবীন্দ্রনাথকে প্রকৃতভাবে চেনানো আজকের দিনে খুব প্রয়োজন বলে দুই স্কুলের কর্তৃপক্ষ এবং শিক্ষক ও শিক্ষিকাগণ জানান ।
কবিগুরুর জন্মদিনে বস্তির ছেলেমেয়েদের নিয়ে 'মুক্তি'-অনুষ্ঠান
Saturday, May 10, 2025