সোমনাথ চৌধুরী
ভারতের বিশ্বের দরবারে সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবস্থান ও পাকিস্তানের মুখোশ খুলতে বড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছে ।এই মর্মে ভারত সরকার বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিধি দল পাঠাতে চলেছে ।আসন্ন বিপদ বুঝতে পেরেই এবার নড়েচড়ে বসল পাকিস্তান ।মুখ বাঁচাতে শেষমেশ পাকিস্তান ভারতকে অনুকরণ করতে বাধ্য হল।
পাকিস্তানের স্বরূপ সামনে আনতেই বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিধি দল পাঠাতে চলেছে ভারত। ভারতের সেই দেখানো পথকে অনুকরণ করেই এবার একইভাবে বিশ্বের বিভিন্ন দেশে শান্তিবার্তা পাঠাতে প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। আর সেই প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে চলেছেন পিপলস পার্টির প্রধান বিলাওয়াল ভুট্টো ।তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে এ খবর জানিয়েছেন।
সোশ্যাল মিডিয়ার পোস্টে বিলাওয়াল ভুট্টো লিখেছেন,পাকিস্তানের (Pakistan) বক্তব্য তুলে ধরতে ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বে শান্তি বার্তা পাঠাতে একটি প্রতিনিধি দল পাঠাতে চলেছে পাকিস্তান।সেই প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার জন্য অনুরোধ করেন স্বয়ং পাকিস্তানের প্রধানমন্ত্রী এমনটি জানিয়েছেন তিনি তার পোস্টে। পাশাপাশি বিলাওয়াল ভুট্টো আরও বলেন,তিনি গর্বিত এবং সম্মানিত এই দায়িত্ব পেয়ে।
প্রসঙ্গত ,বিলাওয়াল ভুট্টো পাশ্চাত্য শিক্ষা,ইংরেজি ভাষায় দক্ষতা এবং কূটনৈতিক অভিজ্ঞতার কারণে তাকেই পাকিস্তান (Pakistan) ভারতীয় প্রতিনিধি দলের যোগ্য প্রতিদ্বন্দ্বী হিসেবে বেছে নিয়েছে ।অপারেশন সিঁদুর এর পর পাকিস্তান যেভাবে সন্ত্রাসবাদকে প্রত্যক্ষ মদত দিয়ে চলেছে তা বিশ্বমঞ্চে তুলে ধরতে উদ্যোগী হয়েছে ভারত।আর তাতেই রীতিমতো বেকায়দায় পাকিস্তান। তারা আপাতত সন্ত্রাসবাদের অভিযোগ ঝেড়ে ফেলে শান্তিপ্রিয় দেশ হিসেবে নিজেদের তুলে ধরতে মরিয়া হয়ে উঠেছে পাকিস্তান।
উল্লেখ্য, ভারতের প্রতিনিধি দলগুলির নেতৃত্বে থাকবেন বিজেপির রবি শংকর প্রসাদ,কংগ্রেসের শশী থারুর,এনসিপির সুপ্রিয়া শুলে ,ডিএনকের কানিমোঝি, শিবসেনার একনাথ শিণ্ডে এবং জেডিইউয়ের সঞ্জয় ঝাঁ।এছাড়াও জানা যাচ্ছে সঞ্জয় ঝাঁ নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধি দলে থাকতে চলেছেন ইউসুফ পাঠান (Yusuf Pathan)।
ইন্দোনেশিয়া ,কোরিয়া,মালয়েশিয়া, জাপান সহজ সিঙ্গাপুর এই পাঁচটি দেশে ভারতীয় প্রতিনিধিদল যাবে বলে খবর। 
