রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে কটাক্ষ করে একটি ব্যঙ্গাত্মক পোস্ট করেছে পশ্চিমবঙ্গ বিজেপির অফিসিয়াল ফেসবুক পেজ। সোমবার সকালে প্রকাশিত ওই পোস্টে শিক্ষামন্ত্রীর ছবি দিয়ে উপরে বড় অক্ষরে লেখা হয়েছে “MISSING”, আর নীচে “EDUCATION MINISTER” কথাটি কেটে দিয়ে তার জায়গায় লেখা হয়েছে “TMC Drama Minister”। ছবির নিচে ক্যাপশনে বিজেপি লিখেছে—
“কেউ যদি তাঁকে থিয়েটারের বাইরে বা TMC-র জন্য নাটকের চিত্রনাট্য লিখতে দেখতে পান, তাহলে দয়া করে তাঁকে মনে করিয়ে দিন যে তিনি শিক্ষামন্ত্রী — নিজের দায়িত্ব পালন করুন।”
এই ব্যঙ্গাত্মক পোস্টে স্পষ্ট ইঙ্গিত, রাজ্যের শিক্ষা-ব্যবস্থার প্রতি শিক্ষামন্ত্রীর অবহেলার অভিযোগ তুলছে বিজেপি।
বিজেপির অভিযোগ, ব্রাত্য বসু তাঁর সাংস্কৃতিক ও নাট্যচর্চার মধ্যেই বেশি ব্যস্ত, অথচ রাজ্যের শিক্ষা পরিকাঠামো নানা সমস্যায় জর্জরিত। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা, স্কুলে পরিকাঠামোর অভাব, পরীক্ষা পরিচালনায় অসঙ্গতি— এসব প্রশ্নে শিক্ষামন্ত্রীর কার্যকর হস্তক্ষেপের অভাব তুলে ধরছে বিরোধীরা।
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও এই পোস্টের সরাসরি জবাব দেওয়া না হলেও, দলীয় সূত্রের দাবি— বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যে মন্ত্রীর সাংস্কৃতিক ব্যাকগ্রাউন্ডকে অপমান করছে।
ব্রাত্য বসু একজন প্রথিতযশা নাট্যকার ও থিয়েটার ব্যক্তিত্ব। মন্ত্রী হওয়ার পরেও তিনি থিয়েটার চর্চা বজায় রেখেছেন, যা বহুবার বিতর্ক সৃষ্টি করেছে। তবে তৃণমূল বলেছে, একজন শিক্ষামন্ত্রী হিসেবে তাঁর প্রশাসনিক ভূমিকা এবং সাংস্কৃতিক অবদান— উভয়ই গুরুত্বপূর্ণ।
রাজ্য রাজনীতিতে এই পোস্ট ফের নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে। সরকারি দায়িত্ব পালন ও ব্যক্তিগত পছন্দ-অভিরুচির মধ্যে ভারসাম্য রক্ষা নিয়েও জনমত বিভাজিত।
বিজেপির এই পোস্ট রাজ্যের শিক্ষা নীতি ও প্রশাসনের গাফিলতি নিয়ে বিরোধীদের জোরালো আক্রমণকে সামনে আনলেও, তৃণমূল শিবির এটিকে ব্যঙ্গাত্মক রাজনৈতিক প্রোপাগান্ডা হিসেবেই দেখছে। ব্রাত্য বসু নিজে এখনও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি।