Select language to read news in your own language

'পুষ্পা'র জাদুতে জাতীয় স্বীকৃতি! শ্রেষ্ঠ অভিনেতার সম্মান পেলেন অল্লু অর্জুন


দক্ষিণ ভারতীয় সুপারস্টার অল্লু অর্জুন তাঁর অনবদ্য অভিনয়ের জন্য পেলেন দেশের সর্বোচ্চ সম্মান — ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার পুরস্কার। ‌‌‘পুষ্পা: দ্য রাইজ – পার্ট ১’ সিনেমায় তাঁর অদ্বিতীয় পারফরম্যান্সের জন্য তিনি এই পুরস্কারে ভূষিত হন।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অল্লু অর্জুনকে নিজহাতে এই সম্মান তুলে দেন। পুরস্কার গ্রহণ করে অল্লু বলেন, “এই স্বীকৃতি শুধু আমার একার নয়, পুরো টিম ‘পুষ্পা’-র পরিশ্রমের ফসল। আমি গর্বিত, আমি কৃতজ্ঞ।”

‘পুষ্পা’ সিনেমায় অল্লু অর্জুন একজন চন্দন কাঠ পাচারকারীর ভূমিকায় অভিনয় করেন, যার স্টাইল, সংলাপ, ও অভিনয় দর্শকদের মনে গেঁথে গেছে। তাঁর “থাগেদে লে!” ডায়লগ এবং চরিত্রটি জনপ্রিয় সংস্কৃতিতে প্রবেশ করে।

এই পুরস্কার অলু অর্জুনকে শুধু দক্ষিণ ভারতের নয়, বরং গোটা ভারতের একজন সর্বজনপ্রিয় অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করল। অনেক সমালোচক বলছেন, অল্লু অর্জুন এই ছবিতে তার ক্যারিয়ারের সেরা পারফরম্যান্স দিয়েছেন।

পুরস্কার ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভক্তরা #AlluArjunNationalAward হ্যাশট্যাগে শুভেচ্ছা জানাচ্ছেন। অনেকে বলছেন, “যে পুরস্কার বহুদিন আগে পাওয়া উচিত ছিল, তা এবার ঠিকঠাক প্রাপ্যর ঝুলিতে গেছে।”

অল্লু অর্জুনের এই জয় শুধুমাত্র তাঁর নয় — এটি দক্ষিণ ভারতীয় সিনেমার বিশ্বজয়ীর বার্তা। এখন অপেক্ষা ‘পুষ্পা ২’-এ আরও এক দাপুটে প্রত্যাবর্তনের।

ads banner


ads banner

Bangla eDaily to resume soon