সোমনাথ চৌধুরী
সামনে এসেছে অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য, প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, হরিয়াণার হিসারের বাসিন্দা জ্যোতি মালহোত্রাকে পাকিস্তানের (Pakistan) হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয়েছে।উল্লেখযোগ্য বিষয় হল, জ্যোতি মালহোত্রা একজন জনপ্রিয় ট্রাভেল ব্লগার অর্থাৎ ইউটিউবার।
"ট্রাভেল উইথ জো"তাঁর ইউটিউব চ্যানেল রয়েছে।৩৩ বছর বয়সী জ্যোতি মালহোত্রা বা জ্যোতি রাণী মূলত ইউটিউবে নিজের ঘুরতে যাওয়ার ব্লগ শেয়ার করেন।তাঁর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে ৩ লক্ষ ৭৭ হাজার ও ইনস্টাগ্রামেও ১ লক্ষ ৩২ হাজারেরও বেশি ফলোয়ার্স রয়েছে । এদিকে, জ্যোতি মালহোত্রার বিরুদ্ধে সংবেদনশীল তথ্য পাকিস্তানি গোয়েন্দা সংস্থাগুলির সাথে ভাগাভাগি করার অভিযোগ রয়েছে ।
এমনতো অবস্থায়,পুলিশ তাঁর বিরুদ্ধে প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করেছে হিসার থানায়।প্রাপ্ত তথ্য অনুযায়ী,জ্যোতি মালহোত্রার পিতার নাম হারিস কুমার তিনি হিসারের বাসিন্দা ।
প্রাপ্ত তথ্য অনুযায়ী,২০২৩ সালে জ্যোতি মালহোত্রা ভিসা এজেন্টদের মাধ্যমে ২ বার পাকিস্তান ভ্রমণে গিয়েছিলেন ।সেই সময়ে তিনি দিল্লিতে অবস্থিত পাকিস্তানি (Pakistan) হাইকমিশনে কর্মরত এহসান-উর-রহিম ওরফে দানিশের সাথে দেখা করেন।
এদিকে, গত ১৩ মে দানিশকে "অবাঞ্ছিত" ঘোষণা করে এবং দেশ ছাড়ার নির্দেশ দেয় ভারত সরকার ।জ্যোতি মালহোত্রাকে এহসান-উর-রহিম ওরফে দানিশই পাকিস্তানি গোয়েন্দাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন এমনটাই সূত্রের খবর।
এছাড়াও,শাকির ওরফে রানা শাহবাজের মতো অপারেটিভদের সাথে জ্যোতি মালহোত্রা যোগাযোগ বজায় রেখেছিলেন।তিনি জট রন্ধাওয়া নামে শাকিরের নম্বর তিনি জট সংরক্ষণ করেছিলেন।জ্যোতি মালহোত্রা শাকিরের সাথে এনক্রিপ্টেড প্ল্যাটফর্ম অর্থাৎ হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে টেলিগ্রাম এবং স্ন্যাপচ্যাটের মাধ্যমে যোগাযোগ রাখতেন বলেও জানা গিয়েছে।