সাতসকাল নিউজ :
বিতর্কের অন্ত নেই শুরু থেকেই।এবার যথেষ্ট কৌশলী পথে হাঁটছেন বঙ্গ বিজেপি বিবেক অগ্নিহোত্রীর 'দ্যা বেঙ্গলস ফাইলস' ছবিটি দেখাতে।বঙ্গ বিজেপি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পাল্টা চলচ্চিত্র উৎসব আয়োজন করতে চলেছে।সেখানে দেশ ও বিদেশ সহ আঞ্চলিক ও বাংলা সিনেমাও দেখানো হবে।সূত্রের খবর ,এর জন্য শহরের মধ্যে অবস্থিত একাধিক কেন্দ্রীয় সরকারি প্রেক্ষাগৃহ ভাড়া নেওয়া হবে ,থাকবেন আন্তর্জাতিক সহ জাতীয় স্তরের পরিচালক ও অভিনেতার।
বঙ্গ বিজেপির তরফে গোটা বিষয়টি দ্বায়িত্ব সামলাচ্ছেন রূপা গাঙ্গুলী ও রুদ্রনীল ঘোষরা।আর এমন সিদ্ধান্ত নিয়েছেন খোদ কেন্দ্রীয় নেতৃত্ব।এদিকে গোটা দেশে 'দ্যা বেঙ্গল ফাইলস' মুক্তি পেয়েছে ৫ তারিখে।কিন্তু দেখা যাচ্ছে না বাংলার প্রেক্ষাগৃহ গুলিতে।আর এবার সেই সিনেমা দেখা যাবে এই ফিল্ম ফেস্টিভ্যালে।
এবিষয়ে রুদ্রনীল ঘোষ জানিয়েছেন ,"এরা আমাদের অন্যায় বা ভুল গুলোকে মেনে নেয় না,তাই এরা বাদ।এরকম করতে গেলে তো অর্ধেক পশ্চিমবঙ্গবাসী বাদ হয়ে যাচ্ছে।তার জন্য তো একটা মানুষের রিলিফের জায়গা দরকার রয়েছে।সেই উইন্ডোটা খুলে দেওয়ার জন্য এই উদ্যোগ।স্যার জন্য নিরপেক্ষ ভাবে একটি জায়গা তৈরীর চেষ্টা করা হচ্ছে। "
এছাড়াও রুদ্রনীলের দাবি," সে সমস্ত ছবি এখানে দেখানো হবে সেগুলো কথা বলে মানবিকতার,কথা বলে গণতান্ত্রিক অধিকারের।বেঙ্গলস ফাইলস এখানেই দেখা যাবে ,পরিস্কার জানাচ্ছেন তিনি।" তাঁর কথায় ," কেনও দেখানো হবে না এই সিনেমা ?মুক্তি পেয়ে গিয়েছে গোটা দেশে।ঘুরিয়ে ফিরিয়ে ভয় দেখানো হয় বিভিন্ন ব্যবসায়ীদের ।বলা হয় আপনারা দেখালে পরে বারোটা বাজিয়ে দেবো।এড়িয়ে যায় সেই সিনেমা হলের মালিকেরা অশান্তির ভয়ে।এরা সবাই অপেক্ষা করছে ২০২৬ সালের ফলাফলের জন্য। "