সোমনাথ চৌধুরী :
দীর্ঘ চাপানউতোর! আদালতে দরবার বারংবার ,ফের হচ্ছে এসএসসির পরীক্ষা,সেটাও আবার ৯বছর পর।ভাগ্য নির্ধারণ হতে চলেছে প্রায় ৫ লক্ষ ৬৫ হাজার চাকরিপ্রার্থীর।পুরোদমে সতর্ক অবলম্বন স্কুল সার্ভিস কমিশন (SSC) পরীক্ষার প্রক্রিয়া নিয়ে।
এরমধ্যেই ,স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার জন্য একাধিক নিয়ম জারা করেছে।কমিশন জানিয়েছে,প্রত্যেক পরীক্ষার্থীকে অ্যাডমিট কার্ড ছাড়াও সঙ্গে পরীক্ষায় বসতে আনতে হবে আধার অথবা ভোটার কার্ড।দুপুর ১২ টা থেকে শুরু হবে পরীক্ষা।
প্রশাসনের তরফে খোলা হয়েছে কন্ট্রোল রুম,রাজ্যের প্রতিটি জেলার ক্ষেত্রেও থাকছে একই ব্যবস্থা।
এরপরেও কী বিতর্ক এড়াতে সক্ষম হবে স্কুলে সার্ভিস কমিশন, উঠছে প্রশ্ন? দাগির দাগ লাগবে না তো ফের একবার? এসব টানাপোড়েন মধ্যে ৩৫ হাজার ৭৫২ শূন্যপদে হতে চলেছে পরীক্ষা।

