সোমনাথ চৌধুরী :
স্বচ্ছ কী হবে পরীক্ষার ফলাফল?দাগির দাগ কী মুছতে সক্ষম হবে স্কুল সার্ভিস কমিশন! আর কোনও চাকরিপ্রার্থীর ঝড়বে না তো চোখের জল? ৯ বছর পর একগুচ্ছ প্রশ্ন নিয়েই ফের শুরু হচ্ছে SSC-র শিক্ষক নিয়োগের প্রক্রিয়া ভাগ্য নির্ধারণ হতে চলেছে ৫ লক্ষ ৬৫ হাজার পরীক্ষার্থীর। কোনোভাবেই নিশ্চিত হতে পারছেন না বিরোধীরা। এর মাঝেই বিস্ফোরক দাবি করেছেন রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।তাঁর দাবি, আরও ১৫২ জন দাগি শিক্ষক সহ শিক্ষিকা কে এডমিট দেওয়া হয়েছে ,তাঁরাও দেবেন পরীক্ষা।প্রহসনের পরীক্ষা বলেও গোটা পরীক্ষা পদ্ধতিকে কটাক্ষ করেছেন পাশাপাশি তাঁর স্পষ্ট দাবি এর ফল অশ্বডিম্ব।
শুভেন্দু অধিকারী গিয়েছিলেন আসানসোলে।আর সেখানেই SSC-র নতুন নিয়োগের প্রসঙ্গ উঠেছিল।রাজ্য প্রশাসনের বিরুদ্ধে লাগাতার তোপ দাগতে থাকেন উক্ত বিষয়ের প্রতিক্রিয়া দিতে গিয়ে।সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে তিনি বলেন ,"অ্যাডমিট দেওয়া হয়েছে ১৫২ জন দাগি কে ।দাগি শিক্ষক - শিক্ষিকা ১৯৫৮ জন।১৮০৬ জনের নাম ঘোষণা করেছে ,আর ১৫২ জন দাগিকে পরীক্ষায় বসাচ্ছে। পরীক্ষা হতে চলেছে ত্রুটি যুক্ত।বিক্রি হয়েছে প্রশ্ন।পরীক্ষার কেন্দ্র প্রতি অর্থের বিনিময়ে তৃণমূলের লোকেরা প্রহসনের পরীক্ষা করছে দীর্ঘ ৯ বছর পর।এর ফল হবে অশ্বডিম্ব।
এদিকে পরীক্ষার আগে সাংবাদিক বৈঠক করেন SSC-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার।সেখানে তিনি জানিয়ে দেন এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫ লক্ষ ৬৫ হাজার।৭ই সেপ্টেম্বর নবম-দশম শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসছেন ৩ লক্ষ ১৯ হাজার ৯১৯ জন। ১৪ তারিখ একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসছেন ২ লক্ষ ৪৬ হাজার পরীক্ষার্থী।৭ই সেপ্টেম্বর রাজ্যে মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৬৩৬ টি। ১৪ তারিখ রাজ্যে মোট পরীক্ষা কেন্দ্র থাকছে ৪৭৮ টি।

