বিষয়া ভৌমিক, রায়গঞ্জ :
রায়গঞ্জে সংশোধনাগারে বিচারাধীন বন্দীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো ।মৃতের নাম গৌতম ঘোষ (বয়স ৪৯) বাড়ি বোগ্রাম এলাকায়।গত মাসের ১৯ তারিখে বধূ নির্যাতনের মামলায় জেল হেফাজতে যান গৌতম ঘোষ।জেলের মধ্যেই অস্বাভাবিক ভাবে মৃত্যু ঘটে তার।কী কারনে এই মৃত্যু! তা এখনও স্পষ্ট নয় পরিবারের কাছে।ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
এদিকে মৃতের ভাগ্নার দাবি, আমার মেসো গতকাল রাতে মারা যায়।আমরা খবর পেয়েছি ১২টা ৪৪ মিনিটে খবর পেয়েছি মেসো আর নেই ।দুই বছর ধরে গৌতম বাবুর হার্টের সমস্যা ছিল ও তার চিকিৎসকের পরামর্শে নিয়মিত ওষুধ চলছিল।কিন্তু আমরা জানতে চাই ঘটনাটি ঘটেছে কীভাবে এমনটাই দাবি মৃত গৌতম ঘোষের ভাগ্নার।
এদিন শনিবার রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।