সোমনাথ চৌধুরী :
পুনরায় বিচারপ্রক্রিয়া শুরু এসএসসি (SSC) নিয়োগ প্রক্রিয়ার।সিবিআইয়ের (CBI) আলিপুর বিশেষ আদালতে সুবিরেশ ভট্টাচার্য, এসপি সিনহা সহ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ট্রায়াল শুরু হয়েছে শুক্রবার।এসএসসির (SSC) প্রাক্তন চেয়ারম্যান সাক্ষী দিলেন প্রথম দিনেই।তাঁর আদালতে বিস্ফোরক দাবি,তাঁর কাছে চাপ আসতো বেআইনি নিয়োগের জন্য , মুকুল রায় চাপ দিতেন।এমনকি পরোক্ষভাবে চাপ দিতেন শিক্ষামন্ত্রী থাকাকালীন পার্থ চট্টোপাধ্যায়ও।তিনি একথা বলেছেন এদিন আদালতে সাক্ষ্যগ্রহণ চলাকালীন।
উল্লেখ্য ,এসএসসির (SSC) প্রাক্তন চেয়ারম্যান শুক্রবার আদালতে সাক্ষ্য দিতে এসেছিলেন।তিনি এসএসসির (SSC) চেয়ারম্যান পদে ছিলেন ২০১১ সালের জুন মাস থেকে ২০১৩ সালের অক্টোবর মাস পর্যন্ত।
এদিন ,এসএসসির (SSC) প্রাক্তন চেয়ারম্যানের কাছে সিবিআইয়ের আইনজীবী জানতে চান,"এসএসসির (SSC) চেয়ারম্যান পদে আপনি কার কথায় দ্বায়িত্ব নিয়েছিলেন?" প্রাক্তন চেয়ারম্যান জবাবে জানান, "সিএম অর্থাৎ মুখ্যমন্ত্রী আমাকে জানান যে,আমাকে চেয়ারম্যান করা হচ্ছে।তারপরেই আমি জয়েন করি।" এরপরেই তিনি জানান,তাঁকে নিয়োগ করা হয়েছিল চার বছরের জন্য ।তবে কেনো তিনি ২০১৩ সালে পদত্যাগ করেন?উত্তরে তিনি জানান ,তাঁকে চাপ দেওয়া হচ্ছিলো বেআইনি নিয়োগ করার জন্য।সেই সময়ই তিনি তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ মুকুল রায়ের নাম নেন।