সোমনাথ চৌধুরী :
কলকাতা হাইকোর্ট এসএসসির (SSC) চাকরিহারা কর্মীদের ভাতার ক্ষেত্রে স্থগিতাদেশের মেয়াদ আরো বাড়ালও।দেওয়া যাবে না কোনও ভাতা আগামী ৩০ শে জানুয়ারি ২০২৬ পর্যন্ত।স্থগিতাদেশর মেয়াদ বাড়িয়ে এমন নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার।আগেই চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি দের কর্মীদের ২০ হাজার ও ২৫ হাজার ভাতা প্রদানের সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট।এবার সেই স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়ালও কলকাতা হাইকোর্ট।
প্রসঙ্গত ,আগেই সুপ্রিম কোর্টের নির্দেশে ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরি চলে যায়।এরপরেই মধ্যশিক্ষা পর্ষদের আবেদন মেনে শীর্ষ আদালত 'যোগ্য' শিক্ষক-শিক্ষিকাদের চাকরি করার অনুমতি প্রদান করে ডিসেম্বরের শেষ পর্যন্ত।তবে গ্রুপ ডি ও গ্রুপ সির কর্মীরা স্কুলে যোগ দিতে পারবেন না স্পষ্ট নির্দেশ ছিল সুপ্রিম কোর্টের।এরপরেই রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় চাকরিহারা শিক্ষার্থীদের ভাতা দেওয়া হবে।
সেই ভাতার বিরোধীতা করে কলকাতা হাইকোর্টে মামলা হয়।উক্ত মামলায় আগেই বিচারপতি নির্দেশ দিয়েছিলেন ২৬শে সেপ্টেম্বর পর্যন্ত কোনো ভাতা দিতে পারবে না রাজ্য সরকার।আর এবার সেই স্থগিতাদেশে মেয়াদ বেড়ে হল ৩০শে ২০২৬ পর্যন্ত হাইকোর্টের নির্দেশে।
এদিন, ভাতা প্রদানের সিদ্ধান্তের প্রসঙ্গে হাইকোর্টের প্রশ্ন ছিল ,যাঁরা বেনিয়ম করে চাকরি পেয়েছেন ,তাঁরা কীভাবে ভাতার টাকা পেতে পারেন ?কী পাওয়া যাবে তাদের ভাতা দেওয়ার বদলে ?
রাজ্যের আইনজীবী প্রশ্নের জবাবে জানান,গ্রুপ ডি ও গ্রুপ সি - র চাকরিহারাদের পরিবার গুলিকে সাময়িকভাবে আর্থিক সাহায্য প্রদানের জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়।