সাতসকাল নিউজ :
আবারও বিরক্ত সুপ্রিম কোর্ট দাগি অযোগ্যদের আবেদন প্রসঙ্গে।কেনও অযোগ্যদের নিয়োগে অংশ নেওয়ার আবেদন আসছে বারবার বলা সত্ত্বেও! তাতেই অসন্তুষ্ট সুপ্রিম কোর্ট।বৃহস্পতিবার ফের রাজ্যকে কড়া ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ।এদিন ফের আবেদন জানান কয়েকজন বিচারপতি সঞ্জীব কুমারের ডিভিশন বেঞ্চে,সেই আবেদন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ।
জানা গিয়েছে ,এদিন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কয়েকজন প্রতিবন্ধী দাগি অযোগ্য প্রার্থী।তাঁরা আবেদন জানান নতুন নিয়োগের পরীক্ষায় বসার।বিচারপতিরা তাদের কাছে কিছু নতুন নথি দেখতে চান ,কিন্তু তাঁরা সেই নথি দেখাতে পারেনি।আর এনিয়েই ক্ষুব্ধ হয় ডিভিশন বেঞ্চ।বিচারপতি বলেন ,বারবার বলেছি পরীক্ষায় বসতে পারবে না দাগিরা।তারপরও এই মামলা শুনতে হচ্ছে রোজ রোজ।
সম্প্রতি অযোগ্যদের তালিকা প্রকাশ হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে।এরপরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ৩৫০ জন অযোগ্য চাকরিহারা শিক্ষক।এবার বেশ কয়েকজন সুপ্রিম কোর্টেও আবেদন জানালেন।এদিন খারিজ হয়ে গেল সেই আবেদনও।
রাজ্যকে ভর্ৎসনা করে শীর্ষ আদালত বলেছে ,'আপনারা অনেকের জীবন নষ্ট করেছেন'।কেনও দাগি দের পক্ষে সওয়াল করছেন রাজ্য তথা অ্যাডভোকেট জেনারেল তথা রাজ্য।এই প্রশ্ন তুলে এদিন ক্ষোভ প্রকাশ করে সুপ্রিম কোর্ট।