সোমনাথ চৌধুরী :
তৃণমূল নেতা কুনাল ঘোষের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন বলিউডের ডিস্কো ডান্সার তথা বিজেপি নেতা বিঠুন চক্রবর্তী।অভিনেতার স্পষ্ট অভিযোগ ,তাঁকে ঘিরে অসত্য ও কুরচিকর মন্তব্য করা হয়েছে, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ।এদিকে কুলান ঘোষের সাফ কথা ,"যার মান থাকে ,তার মানহানি হয়। ওঁর মান আছে নাকি যে মানহানি হবে! যিনি তদন্তের ভয়ে এতবার দলবদল করেন তাঁর মান সন্মান আছে।"
বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর অভিযোগ ,কুনাল ঘোষ মন্তব্য করেছিলেন তিনি চিটফান্ড কেলেঙ্কারিতে জড়িত।শুধুমাত্র নিজেকে বাচানোর জন্য তিনি বিজেপিতে যোগ দিয়েছেন।কুনাল ঘোষ প্রচার করেছেন তাঁর ছেলে ধর্ষণ মামলায় জড়িত বলে প্রচার করেছেন। যা কোনোভাবেই সত্য নয় বলে দাবি মিঠুন চক্রবর্তীর।
এখানেই শেষ নয় মিঠুনের আরো সংযোজন ,আর্থিক লেনদেনে জড়িত তাঁর স্ত্রী এমনটাই মন্তব্য করেছেন কুনাল।তাঁর মত যা পুরোপুরি উদ্দ্যেশ্যপ্রণোদিত।কুনাল ঘোষের এমন মন্তব্যের ভিত্তিতেই ১০০ কোটি টাকার মানহানির মামলা কুনাল ঘোষের বিরুদ্ধে।
অপরদিকে কুনাল ঘোষ বলেন ,"চার-পাঁচটা চিটফান্ডের সঙ্গে ওঁর কী সংযোগ ছিল, সেটা আমি বলব কোর্টে ।সিবিআই পুরোটা তদন্ত করুক।"