সাতসকাল নিউজ :
আন্তর্জাতিক সাইবার অপরাধ চক্র ভাঙতে ইন্টারপোল চালাল নজিরবিহীন অভিযান। আফ্রিকা সহ মোট ১৮টি দেশে একযোগে চলা এই বিশেষ অপারেশনের নাম দেওয়া হয়েছে “Serengeti 2.0”। এই অভিযানে গ্রেপ্তার হয়েছে অন্তত ১,২০০ জন সাইবার অপরাধী এবং উদ্ধার করা হয়েছে প্রায় ৯৭ মিলিয়ন মার্কিন ডলার। এছাড়া বন্ধ করে দেওয়া হয়েছে অন্তত ২৫টি অবৈধ ক্রিপ্টো মাইনিং সেন্টার।
ইন্টারপোল জানিয়েছে, এই অপরাধীরা মূলত প্রতারণা, র্যানসমওয়্যার হামলা এবং ভুয়ো ব্যবসার সঙ্গে জড়িত ছিল। এত বৃহৎ পরিসরে অভিযান চালিয়ে সাইবার অপরাধীদের গ্রেপ্তার আন্তর্জাতিক অপরাধ দমনে এক বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তদন্তকারীদের মতে, এই অভিযানের সাফল্য ভবিষ্যতে এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সহযোগিতার নতুন দৃষ্টান্ত তৈরি করবে।