সোমনাথ চৌধুরী :
কয়েক দিন আগেই কলকাতায় এসেছিলেন ৩টি মেট্রো রুটের উদ্বোধনে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের আসছেন রাজ্যে।এবার সেনা সন্মেলনের উদ্বোধনে আসছেন প্রধানমন্ত্রী।ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় সথর দফতর ফোর্ট উইলিয়ামে দেশের মধ্যে সবচেয়ে বড় বৈঠক হতে চলেছে সেনা ও কমান্ডারদের নিয়ে।ফোর্ট উইলিয়ামে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স হবে ১৫ই সেপ্টেম্বর থেকে ১৭ ই সেপ্টেম্বর পর্যন্ত।১৫ সেপ্টেম্বর উক্ত বৈঠকের উদ্বোধনে যোগ দিতেই কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ,জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, ভারতীয় সেনার চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান সহ স্থল, বায়ু সেনা সহ নৌবাহিনীর সেনা প্রধানেরা ।উক্ত এই কনফারেন্স তথা বৈঠকে আলোচনা হতে চলেছে সেনার আগামী দিনের কৌশল এবং সীমান্ত স্ট্র্যাটেজি নিয়ে।
সূত্রের খবর, একবছরেরও বেশি সময় ধরে উত্তপ্ত বাংলাদেশ।পাশাপাশি খুব ভালো নয় মায়ানমারের পরিস্থিতিও।অপরদিকে রয়েছে চীন সীমান্ত।এমতাবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেছে নিলেন কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সের জন্য ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় সথর দফতর।
উল্লেখ্য ,বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেক ইন ইন্ডিয়াতে জোড় দিয়েছেন।বিশ্বের বিভিন্ন দেশে ভারতের তৈরী যুদ্ধ সরঞ্জামের রফতানি অনেকটাই বেড়েছে।এখন অনেক আধুনিক সরঞ্জাম রয়েছে ভারতীয় সেনার হাতে শত্রু দেশের আক্রমণকে প্রতিহত করার জন্য।ভারতীয় সেনা অপারেশন সিঁন্দুরের পর পাকিস্তানী সেনার করা হামলাকে সফলভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছে।
আগামীতে প্রধানমন্ত্রী ফোর্ট উইলিয়ামের উক্ত কনফারেন্স থেকে সেনার উদ্দেশ্যে কী বার্তা দেন ,এখন সেটাই দেখার।

