সাতসকাল নিউজ :
কলকাতা শহরে ফের ছড়াচ্ছে ডেঙ্গুর দাপট। ১৩ সেপ্টেম্বর প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত সপ্তাহে নতুন করে ৭৪ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এই সংখ্যা গোটা বছরের মধ্যে সাপ্তাহিক হিসাবে সর্বোচ্চ, যা স্বাস্থ্য দপ্তর ও পুর প্রশাসনের কপালে ভাঁজ ফেলেছে।
কলকাতা পুরসভা (KMC) জানিয়েছে, শহরের কয়েকটি নির্দিষ্ট অঞ্চল—পার্ক সার্কাস, বালিগঞ্জ, ভোয়ানি পোর, লেক গার্ডেন্স, যোধপুর পার্ক ও কিড্ডারপুরে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। মশাবাহিত এই রোগ নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ফগিং, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সচেতনতামূলক প্রচার শুরু হয়েছে বলে কর্তৃপক্ষ জানায়।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বর্ষার পরে জমে থাকা জল এবং আবর্জনাই ডেঙ্গু ছড়ানোর প্রধান কারণ। তাই নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি পুরসভার উদ্যোগকেও আরও জোরদার করার পরামর্শ দেওয়া হয়েছে। শহরবাসীকে সতর্ক করে বলা হচ্ছে—যত দ্রুত সম্ভব ঘরের ভেতর ও বাইরে পরিষ্কার রাখতে হবে, যাতে এডিস মশার প্রজনন রোধ করা যায়।

