সাতসকাল নিউজ :
আজ মুখ্যমন্ত্রী আসছেন শিলিগুড়িতে। এর পরে পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করবেন। তারপর উত্তরকন্যা তে রাত্রিবাস করে আগামীকাল জলপাইগুড়ি উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। এর পরে দেবী চৌধুরানীর মন্দির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী সহ জলপাইগুড়ি তে প্রশাসনিক বৈঠক করবেন তিনি।
মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করছে জলপাইগুড়ি প্রশাসন। সমস্ত রকমের ব্যবস্থা তৈরী করে রেখেছেন প্রশাসন। এদিকে শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর এই সফরকে নিয়ে শিলিগুড়ির জেলা তৃনমূল নেতাদের মধ্যে তোড়জোড় শুরু হয়ে গেছে। সামনেই ভোট মুখ্যমন্ত্রী কি নির্দেশ দেন সে নিয়ে একটা আলাদা শঙ্কা তৈরী হয়েছে।