নরেন্দ্রনাথ কুলে
লাদাখ অশান্ত । এই অশান্তি কারণে সোনম ওয়াংচুককে গ্রেফতার করা হয়েছে । আন্তর্জাতিক খ্যাতিসম্পন বিজ্ঞানী ও পরিবেশ কর্মী ওয়াংচুক জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করেছে বলেই তিনি গ্রেফতার। লাদাখের পরিবেশ বাঁচাতে প্রাকৃতিক সম্পদ বাঁচাতে, এমনকি আদিবাসীদের অধিকার বাঁচাতে যাঁর আন্দোলন দেশ ও বিদেশের মানুষের কাছে পরিচিত । এই পরিচয়ের মধ্যে তাঁর কোন রাজনৈতিক অভিলিপ্সা নেই। তাঁর আন্দোলন কোন দলীয় রাজনৈতিক আন্দোলন হয়ে ওঠেনি । কিংবা কোন রাজনৈতিক আদর্শের পথে সংগঠিত হয়নি । যদিও তাঁর আন্দোলন শান্তিপূর্ণ অথচ ক্রমশ অর্থপূর্ণ হয়ে উঠেছিল । মোদ্দা কথায় তাঁর আন্দোলন কোন রাজনৈতিক স্বার্থপূরণের লক্ষ্যে নয় । কিন্তু অনেকের স্বার্থপূরণের বাধা হয়ে উঠেছিল এই আন্দোলন । শাসক রাজনীতি এবং মুনাফা রাজনীতির পরিপন্থী তাঁর এ আন্দোলন যা শাসক রাজনীতির সুরক্ষা নিশ্চিত করে নি । অথচ তিনি জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করেছেন বলে তাঁকে গ্রেফতার করা হল । তাঁর উস্কানিমূলক মন্তব্য নাকি লাদাখে হিংসামূলক অশান্ত পরিবেশ সৃষ্টি হয়েছে । সোনম ওয়াংচুকের আন্দোলন শান্তিপূর্ণ বলেই তার দীর্ঘপথ পরিক্রমা করতে পেরেছে শান্তিপূর্ণভাবে । এই দীর্ঘপথপ্রান্ত অথচ অশান্ত হয়ে উঠল কি করে ? এই প্রশ্ন নিয়ে প্রশ্ন করতে হয় যে সোনম কে থামানোর এক কৌশল নয় তো ? বিজেপি সরকারের এমন কৌশলের অভিযোগ একেবারে উড়িয়ে দেওয়া যায় কি ? শাসক রাজনীতির পথ মসৃণ না হলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত বলে দাগিয়ে দিতে সচেষ্ট তার প্রশাসন ও পারিষদ ।
মণিপুরের হিংসা দাঙ্গা কাদের উস্কানিতে তা কি বোধগম্য নয় ? দিল্লির জাফরাবাদে কাদের উস্কানি ছিল তা কি মানুষকে ভুলিয়ে দেওয়া যায় ? মানুষের অধিকার ও পরিবেশ রক্ষা করার অধিকার নিয়ে লড়াই করা যদি জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয়, তাহলে যাঁরা রাজনৈতিকভাবে প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে মানুষকে গুলি মারার কথা বলে তাঁরা দেশের নিরাপত্তাকে সমৃদ্ধ করে কি ?
বিজেপি সরকারের শাসনে ডাক্তারকে হাসপাতালের অব্যবস্থার বিরুদ্ধে মুখ খুললে গ্রেফতার হতে হয়, সাংবাদিককে সত্য ঘটনার বিরুদ্ধে কলম ধরলে গ্রেফতার হতে হয় কিংবা খুন হতে হয় । তাহলে পরিবেশ কর্মী বাদ যাবে কেন ? আজকের উন্নয়নের চাকা পরিবেশ ধ্বংস না করে চলতে পারে না । তাই সোনমের মত পরিবেশ কর্মীর লাগাতার আন্দোলন সরকারের চক্ষুশূল হয়ে উঠবে এটাই স্বাভাবিক। তবে সরকারের এই স্বাভাবিক আচরণ কখনোই এক গণতান্ত্রিক সরকারের আচরণ হতে পারে না । সেটাই এই সরকার বারেবারে বুঝিয়ে দিতে চাইছে ।