সোমনাথ চৌধুরী
বিগত দিনসাতেকের টানাপোড়েন শেষে অবশেষে গ্রেফতার কৃষ্ণনগরের ছাত্রী খুনে মূল অভিযুক্ত দেশরাজ সিং।পুলিশ সূত্রের খবর ,তাকে গ্রেফতার করা হয়েছে নেপাল থেকে ।ছাত্রী খুনের মূল অভিযুক্ত দেশরাজ সিং - কে কোতোয়ালি থানার পুলিশ এদিন গ্রেফতার করে ।
প্রথম থেকেই অনুমান করা হচ্ছিলো কৃষ্ণনগর হয়ে উত্তরপ্রদেশের দিকে রওনা দিয়েছে দেশরাজ ।সেই কথা উঠে এসেছিল পরিবারের বয়ানেও ।
সূত্রের খবর ,ইশিতাকে খুন করে উত্তরপ্রদেশে পাড়ি দেয় খুনের মূলচক্রী দেশরাজ ।এরপর উত্তরপ্রদেশ থেকে সীমান্ত পার করে সরাসরি চলে যায় নেপাল।কিন্তু কার বা কাদের মদতে ভিন দেশে পাড়ি দিল দেশরাজ উঠছে প্রশ্ন ?
গত শনিবার কুলদ্বীপ সিং-কে (দেশরাজের মামা) গুজরাট থেকে গ্রেপ্তার করে পুলিশ ।মাঝখানে অতিক্রান্ত হয়েছে একটি দিন ,এবার গ্রেফতার দেশরাজও।তাহলে কী মামাই সাহায্য করেছিল দেশরাজকে ভিন দেশে গা ঢাকা দিতে ?এখন অধরা সেই প্রশ্নের উত্তর ।
প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, দেশরাজকে এ রাজ্যে ফিরিয়ে আনার সমস্ত প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে । রাজ্যে এনেই তাকে তোলা হবে আদালতে ।
উল্লেখ্য ,২৫ শে আগস্ট কৃষ্ণনগরে ইশিতার বাড়িতে ঢুকে মাথায় ৩ টি গুলি করে খুন করে দেশরাজ ।জানা গিয়েছে ,আগে থেকেই পরিচয় ছিল দুইজনের।উত্তরপ্রদেশের বাসিন্দা দেশরাজের পরিবার,BSF কর্মরত রয়েছেন তার বাবা।উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়াতে মায়ের সঙ্গে থাকতো ছাত্রী খুনের মূলচক্রী দেশরাজ ।কিন্তু কেনো তাঁকে এমন পর্যায়ে পৌঁছতে হল!
পুলিশ সূত্রের খবর ,অভিযুক্ত দেশরাজকে প্রেম কাঁটা বিঁধেছিল ।সে ইশিতাকে খুনের পরিকল্পনা করেছিল ব্যর্থ প্রেমের মন নিয়েই।