ভক্তি বিশ্বাস
শিক্ষাক্ষেত্রে দুর্নীতি থেকে নারী নির্যাতন একাধিক দাবীতে বামপন্থী ছাত্র সংগঠন এআইডিএসও'র বিক্ষোভ। সোমবার দুপুরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে সহস্রাধিক এআইডিএসও কর্মীরা কলেজ স্ট্রিট চত্ত্বরে জমায়েত হয়।পরে এখান থেকেই এক বিশাল ছাত্র মিছিল বের হয়।মিছিল শুরুর আগে কলেজ স্ট্রিট চত্ত্বরে এআইডিএসও নেতারা কেন্দ্র রাজ্য সরকারের বিরুদ্ধে বক্তব্য রাখেন। পাশাপাশি সংগঠনের কর্মীরা নাচ গানেও সামিল হয়। অন্যদিকে রবিবার উত্তরবঙ্গে স্কুল পড়ুয়াদের অপহরণের অভিযোগে চারজন এআইডিএসও কর্মী গ্রেপ্তার হয়েছে। যদিও এআইডিএসও'র দাবি অভিযোগ ভিত্তিহীন। এআইডিএসও'র দাবি ওরা সোমবার কলকাতায় ছাত্র শহীদ দিবসে মিছিলে আসার জন্য স্কুলের সামনে দাঁড়িয়ে ছিলো। শাসক দল এআইডিএসও'র লড়াই আন্দোলনে ভয় পেয়ে এমন চক্রান্ত করছে।পাশাপাশি বিজেপির বিরুদ্ধেও মেদিনীপুরে সংগঠনের কর্মীদের মিছিলে আসাতে বাধাদানের অভিযোগ তুলেছে এআইডিএসও।সংগঠনের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন "একদিকে কেন্দ্র ও রাজ্য সরকারের শিক্ষা ও ছাত্র স্বার্থ বিরোধী পদক্ষেপে শিক্ষাব্যবস্থা ভেঙে পড়েছে।অন্যদিকে পশ্চিমবঙ্গ তথা দেশ জুড়ে নারী নির্যাতন ও ধর্ষণের বাড়বাড়ন্ত।এরই প্রতিবাদে আজ ঐতিহাসিক ছাত্র শহীদ দিবসে ছাত্রদের মহা মিছিল।যা আটকাতে তৃণমূল ও বিজেপির নানান ভাবে বাধাদান।"