নরেন্দ্রনাথ কুলে
জনস্বাস্থ্যের উন্নতির জন্য বাংলার ধারাবাহিক কর্মকান্ড অব্যাহত । চিকিৎসা ব্যবস্থায় অন্যান্য প্রকল্পের সাথে এসএসকেএম-এ নতুন উডবার্ন ওয়ার্ড উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী । এই ওয়ার্ডের নামকরণ নবান্ন-র নামের সাথে ছন্দ মিল করে করা হয়েছে 'অনন্য' । চিকিৎসার ব্যবস্থাপনায় এই নতুন ওয়ার্ড সত্যিই অনন্য। সংবাদ অনুযায়ী একশো একত্রিশটি কেবিন সম্বলিত এই ওয়ার্ড । বহির্বিভাগ থেকে কেবিনরত চিকিৎসা ব্যবস্থার জন্য রোগীর পরিবারদের কত ব্যয় করতে হবে তা ঘোষিত হয়েছে এই উদ্বোধনী অনুষ্ঠানে । বহির্বিভাগে চিকিৎসা করাতে ডাক্তারের ফিজ্ বাবদ সাড়ে তিনশো টাকা দিতে হবে । আর কেবিনের জন্য ভাড়া গুনতে হবে যার ভাড়া কেবিন অনুযায়ী পাঁচ হাজার থেকে শুরু ।
উডবার্ন ওয়ার্ড বিশিষ্ট ভিআইপি মানুষদের চিকিৎসার পাশাপাশি চিকিৎসায় ব্যয় করার মত সামর্থ আছে এমন মানুষদের জন্য ব্যবহৃত হয় বলেই মানুষ জানে । সেখানে সুপার লাক্সারি চিকিৎসা ব্যবস্থার জন্য আলাদা করে আর একটি ওয়ার্ড উদ্বোধন চিকিৎসা ক্ষেত্রে অবশ্যই অনন্য হয়ে উঠবে । কিন্তু এই ওয়ার্ড কি তাঁর মা-মাটি-মানুষ উপকৃত হবে ? সে কথা উদ্বোধনে উঠে এসেছে কি ? যে ব্যয়ের কথা বলা হয়েছে সেই ব্যয় মা-মাটি-মানুষ কি বহন করতে পারবে ? স্বাস্থ্যসাথী কার্ড কি এখানে চিকিৎসার জন্য অনুমতি পাবে ? এ প্রশ্ন উঠে আসেনি তাঁর উদ্বোধনী ভাষণে । তবে ব্রিক্স নেটওয়ার্কে কুড়িটি হাসপাতালের মধ্যে এসএসকেএম স্থান পাওয়ার খবর তিনি দিয়েছেন এবং এই খুশির খবরে হাসপাতাল কতৃপক্ষকে দশ লাখ টাকা দিয়েছেন আনন্দ-ফুর্তি করার জন্য ।
জনগণের আনন্দ উপভোগ করার জন্য যিনি উদার হতে পারেন, সেখানে এই খুশির খবরে অর্থ প্রদান একেবারেই অস্বাভাবিক নয় । তবে এই খুশির খবরে মা-মাটি-মানুষও খুশি হবে । তাদের জন্য এই সুপার লাক্সারি চিকিৎসা ব্যবস্থা নাইবা হল, বাংলা এগিয়ে গেলেই তারা খুশি । বাংলার মানুষের চাহিদা নিয়ে মাথাব্যাথা যাই থাক, তারা আনন্দ পেলেই খুশি । মদে, পুজোয়, মেলায় যে আনন্দ ভাসে তা ছাড়া তাদের সাধারণ জীবনে আর কি হতে পারে । লাক্সারি জীবন যেখানে নেই সেখানে কোথায় সুপার লাক্সারি আছে বা হচ্ছে তা জানার কোন দরকার নেই। আদার ব্যাপারী জাহাজের খবর রেখেই বা তাদের লাভ কি ? যাদের সাথে মাটি মিশে থাকে তাদের আকাশ নিয়ে ভাবার কি আছে । তাই 'অনন্য' হোক না, তারা তো আর 'অনন্য' নয় ।