চুংথাং : ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পরিদর্শনে চুংথাং-এর এসডিএমের নেতৃত্বে একটি প্রশাসনিক দল লাচেনে পৌঁছায়। এই দলে উপস্থিত ছিলেন পিপন শ্রী চো বঁধু লাচেনপা, রেভিনিউ অফিসার, বিভিন্ন বিভাগীয় প্রতিনিধি ও স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা। তাঁরা লাচেনের একাধিক বিপর্যস্ত এলাকা ঘুরে দেখেন এবং ক্ষয়ক্ষতি নিয়ে প্রাথমিক পর্যালোচনা করেন।
এদিন, রবিবার ক্ষতিগ্রস্ত এলাকার পরিদর্শনে এয়ারটেল-এর টেকনিশিয়ানরাও দলে অংশ নেন। তাঁরা নিজেদের সরঞ্জাম নিয়ে আসেন যাতে দ্রুত মোবাইল নেটওয়ার্ক পুনঃস্থাপনের কাজ শুরু করা যায়।
প্রতিনিধি দলটি লাচেনের সমস্ত সম্ভাব্য ভূমিধস প্রবণ এলাকা গুলি পরিদর্শন করে এবং যেখানে জরুরি ভিত্তিতে প্রতিরক্ষামূলক ব্যবস্থা প্রয়োজন সহ সেইসব জায়গাগুলিকে চিহ্নিত করে।
ভূমিধসের ফলে ক্ষতিগ্রস্ত বাড়িগুলির অবস্থা খতিয়ে দেখে প্রকৌশল বিভাগের একটি দল। প্রতিরক্ষামূলক প্রাচীর নির্মাণ ও জলনিকাশির প্রয়োজনে গুরুত্বারোপ করে, এবং প্রতিটি জায়গায় প্রয়োজনীয় পরিকল্পনার নথিভুক্তিকরণ করে।
ওষুধ ও খাদ্যশস্যের মজুত পরিমাণও দলের পক্ষ থেকে যাচাই করা হয়, যাতে প্রয়োজনে দ্রুত ত্রাণসামগ্রী পাঠানো যায়।
প্রশাসনের এই তৎপরতায় ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে কিছুটা হলেও আশার আলো দেখা যাচ্ছে। দ্রুত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রশাসন।