সোনিয়া দাস, বালুরঘাট :
হিলির লস্করপুরে মর্মান্তিক বাইক দুর্ঘটনা, গুরুতর আহত এক যুবক। আজ দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার ৫১২ নম্বর জাতীয় সড়কে লস্করপুর ব্রিজের কাছে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন এক বাইক আরোহী যুবক। উক্ত ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পরে।
দূর্ঘটনার প্রসঙ্গে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, ওই যুবক উচ্চগতিতে বাইক চালিয়ে আসছিলেন। আচমকা একটি বিকট শব্দে তাঁরা ছুটে এসে দেখেন, রক্তাক্ত অবস্থায় এক যুবক রাস্তার ধারে লুটিয়ে পড়ে আছেন। তাঁর মাথা থেকে অবিরল রক্তপাত হচ্ছে সাথে সাথেই তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারান। বাইকটি দুর্ঘটনার জেরে একদিকে ছিটকে পড়ে এবং যুবকটি ছিটকে পরে অন্যদিকে।
পুলিশ সূত্রে জানা গেছে, আহত যুবকের নাম ওবায়দুল মন্ডল, বয়স ২৫। তাঁর বাড়ি হিলি থানার ২ নম্বর পাঞ্জুল গ্রাম পঞ্চায়েতের উত্তর খারুন গ্রামে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দ্রুত বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনার তদন্তে হিলি থানার পুলিশ। দুর্ঘটনার কারণ হিসেবে বাইকের দ্রুত গতি,এমনটাই প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে।