বিষয়া ভৌমিক :
কালিয়াগঞ্জ থেকে বুনিয়াদপুর রেলপথ সম্প্রসারণে জন্য জমি অধিগ্রহণে গতি আনতে সোচ্চার হল স্হানীয় কৃষকেরা ।রবিবার কালিয়াগঞ্জ নাগরিক অধিকার রক্ষা কমিটি প্রকাশ্য সভা করে ভূমি অধিগ্রহণের প্রক্রিয়া গতি আনার দাবি তোলেন রেলপথের জন্য চিহ্নিত জমির মালিকরা তথা কৃষকেরা।
কালিয়াগঞ্জ থেকে বুনিয়াদপুর রেলপথ যোগাযোগের জন্য জমি দিতে অনিচ্ছুক কৃষকেরা এমন অপপ্রচারের বিরোধীতা করে কৃষকদের স্পষ্ট বার্তা ,নতুন এই রেল পথ নির্মাণ হলে দুই দিনাজপুর জেলার সামগ্রিক উন্নয়ন ঘটবে। কৃষকরা কখনই উন্নয়ন বিরোধী নয়,আমাদের দাবি জমির বদলে ন্যায মূল্য সহ সরকারি পুনর্বাসন প্যাকেজ দেওয়া হোক।
উল্লেখ্য ,ধনখোল ও মোচাডাঙ্গার অঞ্চলের বিভিন্ন মৌজার কৃষকদের নিয়ে রেলপথ সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণ ইস্যুতে এদিনের এই প্রকাশ্য সভার আয়োজন।
এদিনের প্রকাশ্য সভায় কালিয়াগঞ্জ নাগরিক অধিকার রক্ষা কমিটির সভাপতি প্রদীপ সরকার বলেন,আমরা কোনো দিনই রেলপথ সম্প্রসারণের বিরোধী নই।আমাদের দাবি অতি দ্রুততার সঙ্গে কালিয়াগঞ্জ থেকে বুনিয়াদপুর রেলপথ সম্প্রসারণে জন্য জমি অধিগ্রহণ সম্পন্ন করা হোক ।জমির বদলে যাতে কৃষকেরা ন্যায্য মূল্য ও সরকারি পুনর্বাসন প্যাকেজ পায় তা নিশ্চিত করুক প্রশাসন।
নাগরিক অধিকার রক্ষা কমিটির তরফে এ দাবি গুলো লিখিত আকারে জেলা শাসকের নিকট পেশ করা হয়েছে ।এছাড়াও দাবি গুলির লিখিত প্রতিলিপি প্রেরণ করা হয়েছে সাংসদ কার্তিক পাল ও কাটিহার ডিভিশনের ডিআরএম-এর কাছেও।