সোনিয়া দাস :
শিক্ষক নিয়োগ মামলায় দাগি অযোগ্যদের তালিকায় নাম রয়েছে বালুরঘাট পৌরসভার কাউন্সিলর দিপান্নীতা দেব সিংহর।বালুরঘাট পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি। যিনি প্রাচ্য ভারতী উচ্চ বিদ্যালয়ের জীবন বিজ্ঞানের শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন, তাঁরও নাম রয়েছে দাগি অযোগ্যদের তালিকায়। রবিবার তার বসত বাড়ির সামনে দীর্ঘক্ষন দাড়িয়ে থাকে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ।পরিবারের তরফে তিনি বাড়িতে থাকায় কথা জানানো হলেও পরে জানানো হয় তিনি বাড়িতে নেই।
এদিকে দাগি অযোগ্যদের তালিকায় তৃণমূল কাউন্সিল দিপান্নীতা দেব সিংহর নাম থাকায় জনপ্রতিনিধি হিসেবে তার পদ পদত্যাগ করা উচিত বলে জানান জেলা বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার।
এবিষয়ে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র সংবাদ মাধ্যমকে জানান ,তালিকায় কি রয়েছে তা আমার জানা নেই। পাশাপাশি তিনি বলেন বিজেপি শাসিত বেশ কয়েকটি রাজ্যে বঞ্চিত শিক্ষকরা আন্দোলনরত অবস্থায় রয়েছে,ভোটের আগে বিজেপি বলেছিল সেই রাজ্য গুলিতে তাঁরা ক্ষমতায় এলে বঞ্চিত শিক্ষকেরা চাকরি পাবে কিন্তু আজ পর্যন্ত বঞ্চিত শিক্ষকেরা চাকরি পাননি ।সুতরাং বিজেপি কি বলছে তাঁর উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না।