দুদিন আগেই গ্লোবাল লাক্সারি ব্র্যান্ড Swarovski তাঁর নাম ঘোষণা করল Asia-র অফিশিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। রশ্মিকা মন্দান্না যেন হঠাৎ জ্যোতিষ্কে পরিণত হলো— আধুনিক গ্ল্যামার সহ শান-শওকত, বয়সের বাউন্ডারি অতিক্রম করে ডিজিটাল ও ফ্যাশন প্রেমীদের হৃদয় জয় করছে। তাঁকে ‘Swarovski’s new Indian muse’ বলা হচ্ছে—এই মিলে গ্লোবাল ফ্যাশন দুনিয়ার করিডোরে এখন তাঁর নামেই আলোড়ন।
রসীকা নীল-কালো, ডায়মন্ডের মতো ঝকঝকে পোশাকে যেন চার্জ ঢেলে দিয়েছেন— ‘elegance and drama’—এই মিলনটাই তাঁর স্টাইল ও ব্যক্তিত্বের প্রাণ। হিরে-হিড়িকের পোশাক এলেও তাঁর আত্মবিশ্বাস ও ফ্যাশন সেন্স হল তার চেয়েও বড় আকর্ষণ।
নিয়োগ তাঁর ফ্যাশন ক্যারিয়ারের এক নতুন অধ্যায় উন্মোচন করে। ইতোমধ্যেই তাকে Asia-র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চিহ্নিত করে বিশ্বজুড়ে নজর কাড়ছে। এর ফলে রশ্মিকার আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী হয়েছে—মহিলাদের জন্য একটি অনুপ্রেরণার প্রতীক।