সোমনাথ চৌধুরী :
ফের শীর্ষ আদালতে SSC মামলায় সমালোচনার সম্মুখীন স্কুল সার্ভিস কমিশন সহ রাজ্য সরকার।কেনও অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়নি তা নিয়ে সমালোচিত স্কুল সার্ভিস কমিশন।আগামী ৭ দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের।পাশাপাশি ,শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় কুমার ও সতীশ চন্দ্রের ডিভিশন বেঞ্চের তরফে আরও বলা হয়েছে ,শীর্ষ আদালত প্রতিমুহূর্তে সতর্ক ভাবে নজর রেখেছে নতুন যে নিয়োগ প্রক্রিয়া চলছে তার উপরে।যদি কোনো অনিয়ম হয়,সেক্ষেত্রে সাথে সাথে হস্তক্ষেপ করবে সুপ্রিম কোর্ট।
কয়েকজন চাকরিপ্রার্থী শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন আগামী ৭ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা পরীক্ষা স্থগিত করার আবেদন জানিয়ে।তাঁরা যোগ্য প্রার্থী এমনটাই দাবি উক্ত চাকরিপ্রার্থীদের ।শুনানি চলাকালীন মামলাকারীদের তরফে প্রশ্ন করা হয় ,এগনও পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে অযোগ্যদের।তারপরেই বিচারপতিদের প্রশ্নের মুখে পড়ে স্কুল সার্ভিস কমিশনের (SSC) ভূমিকা।এখনো কেন এসএসসি অযোগ্যদের নাম প্রকাশ করেনি স্কুল সার্ভিস কমিশন (SSC)? কমিশন কেন অযোগ্যদের জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ?প্রশ্ন করেন বিচারকেরা।
তারপরই নির্দেশ দেন আগামী ৭ দিনের মধ্যে অযোগ্যদের নামের তালিকা প্রকাশ করার।এছাড়াও,সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিয়েছে ,কমিশনের জারি করা পরীক্ষা সূচী অনুযায়ী আগামী ৭ই ও ১৪ই সেপ্টেম্বর পরীক্ষা হবে।আগামী সাত দিনের মধ্যে যাতে তালিকা প্রকাশ করা হয় এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে।
শীর্ষ আদালত তথা সুপ্রিম কোর্ট কী কী নির্দেশ দিল:
১.কমিশনের জারি করা পরীক্ষা সূচী অনুযায়ী ৭ই ও ১৪ই সেপ্টেম্বর পরীক্ষা হবে।
২. অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবে না ।
৩. পরীক্ষার জন্য ২ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে যোগ্যরা ,এরপরই আবেদনকারীদের এডমিট কার্ড প্রদান করতে হবে ।
৪. স্কুল সার্ভিস কমিশনকে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে ৭ দিনের মধ্যে ।
মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য জানান, "আগেই একথা বলেছিল সুপ্রিম কোর্ট ।তবে তা তৃণমূল সরকার করবে না।আজও সাতদিনের সময় সীমা দিয়েছে সুপ্রিম কোর্ট।আমি আপনাদের বলতে পারি ওরা এখনও সততার সঙ্গে সেই তালিকা প্রকাশ করবে না।কারন যাদের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছে তাদের নাম বেরিয়ে এলে বিপদে পরবে রাজ্যের শাসকদল।"
স্কুল সার্ভিস কমিশনের অইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান,*পরীক্ষা যেমন হওয়ার ঠিক তেমনই হবে। আদালত বলেছে আগামী সাত দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করে দিতে হবে।কারন অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবে না।"

