Select language to read news in your own language


Like SatSakal Facebook Page to stay updated.

Olympics 2036 প্রস্তুতিতে ৩,০০০ অ্যাথলিটকে মাসে ৫০ হাজার টাকা দেবে কেন্দ্র


২০৩৬ সালের অলিম্পিক্সে পদক তালিকায় শীর্ষ পাঁচে থাকার লক্ষ্য নিয়েছে ভারত। সেই লক্ষ্যে এখন থেকেই অ্যাথলিটদের দীর্ঘমেয়াদী প্রস্তুতি শুরু করেছে কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, দেশের প্রায় ৩,০০০ নির্বাচিত অ্যাথলিটকে ‘টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম’ (TOPS)-এর আওতায় মাসে ৫০,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।

শুক্রবার ২১তম ওয়ার্ল্ড পুলিশ অ্যান্ড ফায়ার গেমসে যোগ দিয়ে অমিত শাহ বলেন, “আমরা ২০৩৬ সালের অলিম্পিকে ভারতকে শীর্ষ পাঁচে দেখতে চাই। দেশের খেলাধুলার উন্নয়নে কোনও খামতি রাখা হবে না।”

সরকারের এই উদ্যোগকে ক্রীড়া মহল ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত আর্থিক সহায়তা অ্যাথলিটদের প্রশিক্ষণ, পুষ্টি ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে বড় সহায়ক হবে।

ads banner


ads banner

Bangla eDaily to resume soon