গত ২০-ই আগস্ট ওড়িশার চাঁদপুর থেকে ভারত নিজস্ব প্রযুক্তিতে নির্মিত ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিশাইল অর্থাৎ IRBM AGNI 5 পরীক্ষার জন্য উৎক্ষেপণ করে। আর সেই পরীক্ষায় সফলভাবে উর্ত্তীণ হয়েছে AGNI 5,এমনটাই সূত্রের খবর।
সোমনাথ চৌধুরী :
বারংবার ভারতের ক্ষতি করতে মরিয়া প্রতিবেশী পাকিস্তান ,তারাই এবার 'শান্তি ও নিরাপত্তা' বিঘ্নিত করার অভিযোগ এনেছে ভারতের বিরুদ্ধে।অবাক হওয়ার মতো কিছু নেই! আসলে ভারতের নতুন অস্ত্র পরীক্ষায উর্ত্তীণ হওয়ায় ভয়ে কাপচ্ছে শত্রু পড়শি।
ওড়িশার চাঁদপুর থেকে গত ২০ই আগষ্ট ভারত ইন্টারমিডিয়েট ব্যালিস্টিক মিশাইল পরীক্ষার জন্য উৎক্ষেপণ করে ।আর সফলভাবে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ইন্টারমিডিয়েট ব্যালিস্টিক মিশাইল অর্থাৎ IRBM AGNI 5,এতেই সব হাওয়া বেড়িয়ে গেছে পাকিস্তানের।তাদের দাবি ভারত সাম্প্রতিক সংঘর্ষের পর যেভাবে নিজেদের অস্ত্র বৃদ্ধি করে চলেছে তাতে তাদের উদ্বেগ বেড়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী , AGNI 5 নাকি অতিক্রম করতে পারে পাঁচ হাজার কিলোমিটারের চেয়েও বেশি দূরত্ব, মানে গোটা এশিয়া মহাদেশকে টপকে যেতে পারে AGNI 5। আর সেই কারনে অগ্নি ৫-কে ইন্টার-কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিশাইল অর্থাৎ ICBM - এর ক্যাটাগরিতেও নিজের জায়গা সুনিশ্চিত করেছে AGNI 5। ফলস্বরূপ ,খুব স্বাভাবিক ভাবেই সমগ্র পাকিস্তান অগ্নি ৫ - এর আওতায় রয়েছে।আর সেই কারনেই চাপ অনুভব করছে শত্রু পড়শি পাকিস্তান ,এমনটাই মত বিশেষজ্ঞদের।

