সোমনাথ চৌধুরী :
শূন্য থেকে সোজা ৫৩ এটাই দূর্নীতির যাদুকাঠির কামাল,আর এই যাদুকাঠির কামালে শূন্য থেকে ৫৩ পেয়ে হয়ে ওটাও যায় অঙ্কের শিক্ষক।হ্যাঁ রাজ্যে শিক্ষক নিয়োগে এমনটাই হয়েছে।
আজ চিহ্নিত অযোগ্যদের তালিকা সম্ভাবত প্রকাশ করতে পারে স্কুল সার্ভিস কমিশন (SSC)।সূত্রের খবর ,কতজন যোগ্য আর কতজন অযোগ্য তার তালিকা তৈরি করে ফেলেছে স্কুল সার্ভিস কমিশন।সেই তালিকাও পেশ করা হয়েছে হাইকোর্ট সহ সুপ্রিম কোর্টে। নবম-দশম সহ একাদশ - দ্বাদশ সব মিলিয়ে দাগি অযোগ্য প্রার্থীর সংখ্যা ১৮০৩।
এদিকে, সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ ,পুনরায় এসএসসির (SSC) পরীক্ষায যাতে একজনও দাগি অযোগ্য অংশগ্রহণ করতে না পারে।

