গুণধর ছেলের কাজে হতবাক পুলিশ! ছবিঃ রাখী
রাবণ মণ্ডল
আউশগ্রাম : ফের মানবিকতা নিয়ে উঠলো প্রশ্ন! অভিযোগ উঠেছে বাবা ও মা-কে শারীরিক এবং মানসিক নির্যাতনের অভিযোগের। পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানা এলাকার গুসকরা ফাঁড়ির পুলিশ অভিযোগ পাওয়ার পর, অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করল। গুসকরা ফাঁড়ির পুলিশ তদন্ত শুরু করেছে। শুক্রবার আনুমানিক দুপুর ৩টা নাগাদ ধৃতকে বর্ধমান আদালতে তোলা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম প্রহ্লাদ দে। তার বাড়ি গুসকরার নিউটাউন মোড় এলাকায়। পুলিশ সূত্রে জানিয়েছে, বছর পঁচাত্তরের বৃদ্ধ প্রিয়লাল দে। এবং তার স্ত্রীর বয়সও ষাঁট ছুঁইছুঁই। তাদেরকে বুধবার মারধরের অভিযোগ ওঠে ছেলে ধৃত প্রহ্লাদ দে-এর বিরুদ্ধে।
শোনা যায় প্রহ্লাদ দে তার নামে থাকা বসত বাড়িটিকে তার ছেলের নামে লিখে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল। গুণধর ছেলের কর্মকাণ্ডে হতবাক পুলিশ। প্রহ্লাদ দে তার বাবা মায়ের উপর নির্যাতন চালায় বলেই অভিযোগ। আর এমন চাঞ্চল্যকর অভিযোগের ভিত্তিতে এদিন ভোররাতে ধৃতকে তার বাড়ি থেকে ধরে পুলিশ।

