নরেন্দ্রনাথ কুলে
রাজনৈতিক দল মানেই সাধারণত ক্ষমতা দখলের লড়াই । সেই লড়াইয়ে আদর্শের লড়াই থাকে বা তা নিয়ে চর্চা থাকে এখন আর তা অস্পষ্ট নেই । আর এই আদর্শহীন খেলা থেকে বিশ্ববিদ্যালয় বাদ যেতে পারে না । শিক্ষাপ্রতিষ্ঠান রাজনৈতিকভাবে দখল নেওয়ার চিত্র আজ আর নতুন নয় । যেভাবেই হোক দখলে রাখার প্রক্রিয়াও নতুন কিছু নয় । সর্বস্তরে গণতন্ত্রের কথা বলে যারা তারাই গণতন্ত্রকে হত্যা করে । ভোটে জিতে যাওয়ার পর 'পাওয়ার' কি জিনিস তা ছত্রে ছত্রে বুঝিয়ে দিতে কেউ পিছপা হয় না । অথচ ভোট গণতন্ত্রের কথা বলে । আবার ভোট একমাত্র গণতন্ত্রের হাতিয়ার হলেও শিক্ষাপ্রতিষ্ঠানে গণতন্ত্র রক্ষা করার এখন হাতিয়ার থ্রেট কালচার ।
শিক্ষাক্ষেত্রের ঠিক এই পরিবেশকে নোংরা রাজনৈতিক পরিবেশ থেকে বাঁচানোর একটি প্রতিবাদ বাংলার শিক্ষাক্ষেত্রে সম্প্রতি একটা আলোর ইঙ্গিত দিয়েছে । এই ইঙ্গিত যাঁর প্রতিবাদে ফুটে উঠেছে তিনি হলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্ত । না, তাঁর এই প্রতিবাদ শুধু ধন্যবাদ বা অভিনন্দন পেতে পারে না । শিক্ষক হিসেবে শিক্ষার জন্য প্রতিষ্ঠানের জন্য যা করা উচিত তা তিনি করে দেখিয়েছেন। বিগত কয়েকদিন ধরে রাজনৈতিক ক্ষমতা নিয়ম বহির্ভূতভাবে এই শিক্ষক প্রশাসকের ওপর যে চাপ সৃষ্টি করার চেষ্টা করেছিল, তা অত্যন্ত বলিষ্ঠভাবে মোকাবিলা করে শিক্ষা প্রতিষ্ঠানের ঐতিহ্যের নিয়মকে রক্ষা করেছেন । শিক্ষা প্রতিষ্ঠান কোন রাজনৈতিক দলের নির্দেশে যে চলতে পারে না, তা তিনি দেখিয়ে দিলেন ।
বাংলার শিক্ষাক্ষেত্র নোংরা রাজনীতির আখড়ায় ভরে ওঠার উদাহরণ আগেই দিয়ে দিয়েছে । অবশ্যই শাসক রাজনীতির নোংরা চেহারায় জন্মেছে সেই আখড়া । আরজিকর মেডিকেল কলেজ, দক্ষিণ কলকাতা ল' কলেজ এমন এক উদাহরণ তুলে ধরেছে যেখানে শাসক রাজনীতির নির্লজ্জ ক্ষমতার আস্ফালনের আগুনে শুধু শিক্ষকসহ ছাত্রছাত্রীরা ঝলসে যায়নি, সামাজিক নৈতিকবোধের প্রশ্নকেও পুড়িয়ে দিতে সচেষ্ট হয়েছে । ঠিক এই পরিবেশে মাননীয়া উপাচার্যের প্রতিবাদ শিক্ষক সমাজের মেরুদণ্ডকে প্রতিবাদ করার সাহস জোগাবে । তাঁর এই প্রতিবাদ তাঁর সহযোগী শিক্ষকদের সম্মিলিত সিদ্ধান্ত যা দেখিয়ে দেয়, তা হল শিক্ষক সমাজ চাইলেই শিক্ষা প্রতিষ্ঠানে নোংরা রাজনৈতিক ক্ষমতাকে প্রতিহত করতে পারে ।
মাননীয়া উপাচার্যের শিক্ষা তাঁর এই প্রতিবাদ করার সাহস জুগিয়েছে । কোনকিছুর লোভ তাঁর সেই শিক্ষাকে গ্রাস করতে পারেনি । এ সম্পর্কে তাঁর মন্তব্য সেই প্রমাণ দিয়েছে । আজকের শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশকে ক্ষমতা রাজনীতির কালোছায়ার করাল গ্রাস থেকে রক্ষা করতে মাননীয়া উপাচার্যের এই প্রতিবাদে শিক্ষক সমাজের মেরুদন্ড এভাবেই জেগে উঠুক ।