Select language to read news in your own language


Like SatSakal Facebook Page to stay updated.

RG Kar Incidents : অভয়ার বাবা যদি ক্ষমা না চান , তবে মামলা করবেন কুনাল


সোমনাথ চৌধুরী :

তৃণমূল নেতা কুনাল ঘোষ অভয়ার বাবাকে এবার আইনজীবীর নোটিশ পাঠালেন ।আরজিকরের নিহত চিকিৎসকের বাবাকে আইনি নোটিশ পাঠিয়েছেন কুনাল ঘোষের আইনজীবী ।সাথে কুনাল ঘোষ ক্ষোভ উগরে দিয়ে জানিয়েছেন ,'তিনি মামলা করবেন, যদি ক্ষমা না চান অভয়ার বাবা।' 

'X' হ্যান্ডেলে করা একটি পোস্টে কুলান ঘোষ লিখেছেন,‘অভয়ার বাবার প্রতি  সহমর্মিতা এবং পূর্ণ সম্মান জানিয়েও বলছি, ওনাকে আমার আইনজীবী অয়ন চক্রবর্তী নোটিশ পাঠিয়েছেন।আশাকরি তিনি কাল অথবা পড়শু দিনের মধ্যে নোটিশ পেয়ে যাবেন। 

বড় অভিযোগ তুলে কুনাল ঘোষ অভয়ার বাবার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন ,"মিডিয়াকে উনি বলেছেন! তদন্ত নষ্ট করেছে সিবিআই টাকা খেয়ে। টাকা দিয়েছে রাজ্য সরকার ,সেটেল করেছে সিজিও-তে গিয়ে কুনাল ঘোষ।" যে যা শেখাবে তাই বলবেন ,যা মুখে আসবে বলে যাবেন এটা হতে পারে না।যদি উনি ক্ষমা না চান তাহলে কোর্টে এসে তার প্রমাণ দিতে হবে উনি যা বলেছেন। তাঁর আইনজীবী নোটিশ পাওয়ার পর অভয়ার বাবাকে ৪ দিনের সময় দিয়েছেন,নচেৎ তারপর  মালালা করব বলে জানিয়েছেন তিনি।

জানিয়ে রাখি, নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন তিনি,এমনটাই অভিযোগ করেন অভয়ার মা।এরপরেই বিজেপির বিরুদ্ধে সরব হন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ ।পাল্টা তিনি দাবি করেন ,তাঁকে নাকি ঠেলে ফেলে দিয়েছেন বিজেপি নেতা কৌস্তভ বাগচী।

তাঁর উত্তর দিয়েছিলেন অভয়ার বাবা। তিনি স্পষ্ট জানিয়েছিলেন ,তাঁরা যখন কুনাল ঘোষকে চিনতেন না , কৌস্তভ বাগচীকে তখনও চিনতেন তাঁরা ।তিনি ছেলের মতো তাঁদের কাছে ।তাঁর মেয়ের সাথে আগে থেকেই পরিচয় ছিল কৌস্তভ বাগচীর ।তিনি পেশেন্ট ছিলেন তিলোত্তমার ।তাঁর সম্পর্কে এমন কথা শুনে খারাপ লেগেছে বলে জানান তিনি।

আর এবার কুনাল ঘোষের সরাসরি আইনি নোটিশ পাঠানোর কী প্রতিক্রিয়া দেন অভয়ার মা - বাবা সেটাই এখন দেখার।
ads banner


ads banner

Bangla eDaily to resume soon