সোমনাথ চৌধুরী :
বৈধ নাগরিক কারা ভারতের,সেই নাগরিকত্ব কিভাবেই বা প্রমাণ করা যাবে! আসন্ন বিধানসভা নির্বাচনের আবহেই ভুয়ো ভোটারদের খুঁজে খুঁজে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া শুরু হয়েছে।অবৈধ ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ পড়তেই উঠে এসেছে নাগরিকত্বের প্রসঙ্গ। কে বৈধ নাগরিক কীভাবে তা প্রমাণ হবে।
জাতীয় নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, নাগরিকত্বের প্রমাণ নয় আধার ও ভোটার কার্ড ।যাবতীয় সরকারি কাজ করা যায় যে দুই নথি দিয়ে,আধার কার্ড দিয়ে ভোটার তালিকায় নাম তোলা যায় ।কমিশনের তরফে জানানো হয়েছে এগুলো নাকি নাগরিকত্বের প্রমাণ নয়। তবে কীভাবে প্রমাণ হবে নাগরিকত্বের।
জাতীয় স্তরে চর্চায় ন্যাশনাল সিটিজেনশিপ কার্ড :
ভারতীয় নাগরিকত্বের প্রমাণ কী ?বিরোধী রাজনৈতিক দল ও দেশবাসীর প্রশ্নের উত্তরে জানানো হয়েছে ,বৈধ নাগরিকত্বের প্রমাণ হল পাসপোর্ট ও জন্ম সার্টিফিকেট। অথচ অধিকাংশ ভারতীয়দের কাছেই নেই এই দুই নথি। তবে কী তারা ভারতের বৈধ নাগরিক নন! সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার এই ধোঁয়াশা কাটাতেই নিতে চলেছে নতুন উদ্যোগ ।যার ফলস্বরূপ ন্যাশনাল সিটিজেনশিপ কার্ড প্রসঙ্গ সামনে এসেছে ।
কি এই ন্যাশনাল সিটিজেনশিপ কার্ড :
দিল্লির অন্দরে শোনা যাচ্ছে ,গোটা দেশ জুড়ে স্মার্ট সিটিজেনশিপ কার্ড ইস্যু করা হবে এসআইআর এবং জনগণনার পর। এই কার্ড পাবেন শুধুমাত্র ভারতের বৈধ নাগরিকরাই।এর আগেও জল্পনা শোনা গিয়েছে ন্যাশনাল সিটিজেনশিপ কার্ড নিয়ে।
প্রসঙ্গত ,তৃণমূল সাংসদ মালা রায় সম্প্রতি সংসদে একটি প্রশ্ন করেন। আর সেই প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রক জানায়, কেন্দ্র সরকারকে অধিকার দেওয়া হয়েছে সংশোধিত নাগরিকত্ব আইনে প্রত্যেক নাগরিককে নথিভুক্ত করা সহ বাধ্যতামূলক ভাবে ন্যাশনাল সিটিজেনশিপ কার্ড দেওয়ার।অর্থাৎ এথেকে স্পষ্ট কেন্দ্র সরকারের ভাবনা রয়েছে ন্যাশনাল সিটিজেনশিপ কার্ড চালু করার।এখন শুধু অপেক্ষা এবিষয়ে সরকারি ঘোষণার।