অদম্য ইচ্ছাশক্তির নজির গড়ে বিশ্বের সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট ফুজি জয় করলেন জাপানের প্রবীণ নাগরিক কোকিচি আকুজাওয়া। বয়স তার ১০২ বছর, সঙ্গে রয়েছে হৃদরোগের সমস্যা। তবুও তিনি নিজেকে থামাতে দেননি। সম্প্রতি তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ হিসেবে, যিনি ফুজি পর্বত আরোহণ করতে সক্ষম হয়েছেন।
জীবনের শতাধিক বছর পেরিয়েও এমন সাহসিকতার সাক্ষর রেখে আকুজাওয়া দেখালেন, বয়স শুধু ক্যালেন্ডারের সংখ্যা। প্রায় ৩,৭৭৬ মিটার উচ্চতার পাহাড় চড়তে গিয়ে যে ধরনের শারীরিক সক্ষমতা প্রয়োজন, তা অতিক্রম করা যে কোনও তরুণের পক্ষেও কঠিন। অথচ শতবর্ষী এই মানুষটি প্রমাণ করলেন মানসিক জেদ আর দৃঢ় সংকল্প থাকলে অসম্ভব বলে কিছু নেই।
তার এই সাফল্যের খবর ছড়িয়ে পড়তেই দেশজুড়ে তাকে অভিনন্দন জানাতে ভিড় জমেছে। অনেকে বলছেন, তিনি শুধু প্রবীণদেরই নয়, নতুন প্রজন্মকেও অনুপ্রেরণা দিচ্ছেন। বিশেষজ্ঞদের মতে, এমন কীর্তি হৃদরোগে আক্রান্ত প্রবীণদের জন্য এক নতুন বার্তা বহন করছে—‘শরীরকে যত্নে রাখলে আর মনোবল দৃঢ় থাকলে বয়স কোনও বাধা নয়।’
কোকিচি আকুজাওয়ার এই রেকর্ড কেবল এক ব্যক্তিগত সাফল্য নয়, বরং গোটা বিশ্বকে মনে করিয়ে দিল—জীবন যতই দীর্ঘ হোক না কেন, স্বপ্ন আর সাহস থাকলে পাহাড়ও জয় করা যায়।


