সোমনাথ চৌধুরী :
সাত দিনের মধ্যে দাগি অযোগ্যদের তালিকা প্রকাশের কথা গত বৃহস্পতিবার স্পষ্ট জানিয়েছিল শীর্ষ আদালত।ফের একই প্রসঙ্গ উঠলো শুক্রবার সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন ।শুধু এটাই নয় এদিন রাজ্যের হয়ে সওয়াল করা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও রেকর্ড করাতে হল তাঁর বক্তব্য।SSC-র পরীক্ষায় বসতে পারবে না কোনো চিহ্নিত দূর্নীতিগ্রস্থ অযোগ্য প্রার্থী ,এমনটাই জানিয়েছেন নিজের বক্তব্য রেকর্ড করে রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
বেশ কয়েকজন চাকরিপ্রার্থী প্রার্থী ৭ই সেপ্টেম্বর পরীক্ষা স্থগিতের আবেদন জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন ।পাশাপাশি তাঁরা যোগ্য প্রার্থী এমনটাই দাবি মামলাকারীদের ।শুনানি চলাকালীন মামলাকারীদের তরফে দাবি করা হয়, আগামী ৭ই সেপ্টেম্বরের পরীক্ষায় এখনও অযোগ্যদের পরীক্ষায বসতে দেওয়া হচ্ছে ।আজ আদালতে এই মামলার শুনানি চলেছে ।শুনানি চলাকালীন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন ,যদি কোনো চিহ্নিত দূর্নীতিগ্রস্থ অযোগ্য প্রার্থী যদি অ্যাডমিট কার্ড পেয়েও যায় সেক্ষেত্রেও তার পরীক্ষা বাতিল করা হবে ।পরীক্ষার পর ধরা পড়লেও তাঁকে খারিজ করা হবে ।এর সাথেই মামলার শুনানিতে থাকা আইনজীবীদের উদ্দেশ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবেদন করেন ,আপনারা যদি জানতে পারেন এমন কোনো চিহ্নিত দূর্নীতিগ্রস্থ অযোগ্য প্রার্থী অ্যাডমিট কার্ড পেয়েছেন তাহলে চিঠি লিখে জানান পশ্চিমবঙ্গ সরকারের অ্যাডভোকেট অন রেকর্ডে।
তারপরই দুই বিচারপতি সঞ্জয় কুমার ও সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলেন নিজের বক্তব্য রেকর্ড করান ।কল্যাণ বন্দ্যোপাধ্যায় অন রেকর্ডে বলেন ,"যদি কোনো চিহ্নিত দূর্নীতিগ্রস্থ অযোগ্য প্রার্থী অ্যাডমিট কার্ড পেয়েও যায় তার পরীক্ষা বাতিল করা হবে।পরীক্ষার পর ধরা পড়লেও তাঁকে খারিজ করা হবে ।" আমাদের উপর ভরসা রাখুন এমনটাই জানান তিনি।
পাশাপাশি এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এও জানান ,আগামীকালের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশের চেষ্টা করছে স্কুল সার্ভিস কমিশন।

