বিহারে ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া (Special Intensive Revision – SIR) নিয়ে চলা বিতর্কের মাঝে সরব হল নির্বাচন কমিশন। রবিবার অনুষ্ঠিত প্রথম সাংবাদিক বৈঠকে কমিশনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, “আমাদের কাছে শাসক বা বিরোধী বলে কিছু নেই। আমরা কেবল নিয়ম মেনে কাজ করি।”
প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, ভোটার তালিকা সংশোধনের এই উদ্যোগ পুরোপুরি আইনসম্মত এবং নিরপেক্ষ। কোথাও কোনও ত্রুটি থাকলে তা সংশোধন করা হবে। কমিশনের দাবি, এই প্রক্রিয়ার উদ্দেশ্যই হল ভোটার তালিকা আরও স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক করা।
এই বক্তব্য আসলে বিরোধীদের, বিশেষ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অভিযোগের প্রত্যক্ষ জবাব। রাহুল সম্প্রতি অভিযোগ করেছিলেন যে বিহারে “ভোট চুরি” চলছে এবং কমিশন শাসক দলের প্রতি পক্ষপাতদুষ্ট।
কমিশন অবশ্য সেই অভিযোগ একেবারেই উড়িয়ে দিয়ে জানায়— “আমরা কেবলমাত্র গণতন্ত্রের স্বার্থে কাজ করি। সব দল ও সব নাগরিক আমাদের কাছে সমান।”
রাজনৈতিক মহল মনে করছে, এই স্পষ্ট বার্তা বিহারের রাজনৈতিক অঙ্গনে তৈরি হওয়া উত্তেজনা কিছুটা হলেও কমাবে।