Select language to read news in your own language


Like SatSakal Facebook Page to stay updated.

সীমান্ত বিরোধ মেটাতে নয়াদিল্লি সফরে আসছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই


 

চীন-ভারত সীমান্ত সম্পর্ক স্বাভাবিকীকরণে নতুন দিগন্ত খুলতে রবিবার থেকে নয়াদিল্লি সফরে আসছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ, শনিবার (১৬ আগস্ট) আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানিয়েছে।

ওয়াং ইয়ের এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে, কারণ ২০২৪ সালে দুই দেশ সীমান্ত এলাকায় যৌথ টহল চালানোর বিষয়ে যেটি সমঝোতায় পৌঁছেছিল, তার পর এটিই দ্বিতীয় সর্বোচ্চ পর্যায়ের বৈঠক। আশা করা হচ্ছে, সীমান্তে শান্তি রক্ষা, বাণিজ্য সম্পর্ক উন্নয়ন এবং আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে এই বৈঠকে একাধিক বিষয়ে আলোচনা হবে।

এছাড়া, চলতি মাসেই অনুষ্ঠিত হতে চলা SCO (Shanghai Cooperation Organisation) সম্মেলনের আঙিনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সম্ভাব্য সাক্ষাৎ নিয়েও কূটনৈতিক মহলে জোর আলোচনা চলছে।

আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, ওয়াং ইয়ের এই সফর দুই দেশের মধ্যে বহুদিনের অচলাবস্থা ভাঙতে সহায়ক হতে পারে। তবে সীমান্ত সমস্যার পাশাপাশি বৈশ্বিক কূটনৈতিক সমীকরণও এই আলোচনায় বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

ads banner


ads banner

Bangla eDaily to resume soon