বাবলু হাসান লস্কর
দক্ষিণ চব্বিশ পরগনা: একটানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে সোনারপুরের বিস্তীর্ণ এলাকা। গড়িয়ার বালিয়ায় রাস্তায় এক হাঁটু জল, অনেক বাড়ির ভিতরেও ঢুকে পড়েছে জল। রাজপুর, সুভাসগ্রাম, সোনারপুর, বোড়াল, মহামাতলা—প্রায় সর্বত্রই জল জমে রয়েছে।
জল নিষ্কাশনের জন্য বিভিন্ন এলাকায় পাম্প বসানো হয়েছে বলে জানিয়েছে পুরসভা, তবে জল নামতে কিছুটা সময় লাগবে। প্রতিদিনের জীবনযাত্রা ব্যাহত স্থানীয়দের। স্কুল-কলেজগামী পড়ুয়া, অফিসযাত্রী, প্রবীণ নাগরিকরা বিপাকে।
পুরসভার পক্ষ থেকে নজরদারি চালানো হচ্ছে বলে দাবি, তবে বাসিন্দাদের অভিযোগ—সেচ ব্যবস্থা ও নিকাশিলাইনের সংস্কার না হওয়াতেই এই দুরবস্থা।
বৃষ্টির পূর্বাভাস থাকায় উদ্বেগ আরও বাড়ছে। এই জল যন্ত্রণা কবে শেষ হবে সেই আশায় মানুষজন।