Select language to read news in your own language


Like SatSakal Facebook Page to stay updated.

চলে গেলেন বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য রজতকান্ত রায়



রাবণ মণ্ডল
 
বোলপুর: বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক, অধ্যাপক রজতকান্ত রায় প্রয়াত হলেন এদিন। শিক্ষা জগতের এক উজ্জ্বল নক্ষত্র তিনি। এদিন প্রয়াত হলেন বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য অধ্যাপক রজতকান্ত রায়। মঙ্গলবার গভীর রাতে কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।
অধ্যাপক রজতকান্ত রায় ছিলেন একজন খ্যাতনামা ইতিহাসবিদ ও লেখক। প্রাচ্যবিদ্যা, সমাজতত্ত্ব, ইতিহাস আর প্রাচীন উপনিবেশিক ভারতের ইতিহাস নিয়ে তাঁর গবেষণা আন্তর্জাতিক পরিমণ্ডলেও সমাদৃত হয়ে ছিল। তিনি দীর্ঘদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সঙ্গে যুক্ত ছিলেন। পরে তিনি বিশ্বভারতীতে শিক্ষকতা করতে চলে আসেন। অধ্যাপক রজতকান্ত রায় উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন ২০০১- ২০০৭ পর্যন্ত।
বিশ্বভারতীর মতো রবীন্দ্র-দর্শনে গড়ে ওঠা ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যাপক রায়ের নেতৃত্বে একাধিক শিক্ষামূলক, প্রশাসনিক সংস্কার সাধিত হয়েছিল। তাঁর আমলে শান্তিনিকেতনের আশ্রমিক শিক্ষা-পরিমণ্ডলে এক অভিনব গতি আসে। তাঁর ভাবনা গবেষণার ক্ষেত্রে শুধু নয়, ছাত্র-শিক্ষকদের সম্পর্কের মধ্যেও এক নতুন দিশা দেখায়।
তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বিশ্বভারতী, প্রাক্তন আশ্রমিক থেকে শুরু করে সমাজের বহু বিশিষ্টজন, প্রাক্তন ছাত্রছাত্রী, প্রাক্তন সহকর্মী আর সমাজের বিদ্বজ্জনেরা। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক শোকবার্তায় জানান, "অধ্যাপক রজতকান্ত রায় ছিলেন শান্তিনিকেতনের আদর্শ।  শিক্ষার ধারক ও বাহক। তাঁর প্রয়াণ বিশ্বভারতীর এক অপূরণীয় ক্ষতি।"
পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার তাঁর মরদেহ কলকাতাতেই দাহ করা হয়েছে। শান্তিনিকেতনে আনা হয়নি। 

ads banner


ads banner

Bangla eDaily to resume soon