Select language to read news in your own language

Kolkata সহ বাংলা জুড়ে বরুণ স্মরণ, মিত্র ইনস্টিটিউশন থেকে শাসক বিরোধী ঐক্যের জল্পনা

ভক্তি বিশ্বাস
কলকাতা:

শনিবার ৫জুলাই প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের শহীদ দিবস পালিত হয়। এদিন কলকাতা সহ নানান স্থানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বরুণ স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান, মার্শাল আর্ট প্রদর্শনী, আলোচনা সভা প্রভৃতি সংগঠিত হয়। শনিবার বিকেল বরুণের কর্মস্থল কলকাতার মিত্র ইনস্টিটিউশনে 'বরুণ বিশ্বাস স্মৃতিরক্ষা কমিটি' পক্ষ থেকে স্মরণসভার আয়োজন করে। এই স্মরণসভায় বিশিষ্ট শিক্ষাবিদ সমাজকর্মী মীরাতুন নাহার, প্রখ্যাত চিত্রপরিচালক শতরূপা সান্যাল, সঙ্গীত শিল্পী কল্যাণ সেন বরাট সহ বিশিষ্ট গুণীজনরা শ্রদ্ধাজ্ঞাপন করেন। পাশাপাশি নব‌উন্মেষ সামাজিক স্বেচ্ছাসেবী মঞ্চ, বাগবাজার বিচার পেতে আলোর পথে,শোহরৎ সাহিত্য সংগঠন সহ নানান সংগঠনের কর্মীরাও অংশগ্রহণ করেন। এদিনের স্মরণ সভায় মীরাতুন নাহার বরুণ বিশ্বাস সম্পর্কে স্মৃতিচারণ করতে গিয়ে ক্ষুদিরামের সাথে তুলনা করেন। সঙ্গীত শিল্পী কল্যাণ বাবুর মতে বরুণের মধ্যে যে তেজ  দেখেছিলাম বর্তমান সময়ে তা বিরল।পাশাপাশি এই স্মরণ সভায় দেখা গেছে অভয়া আন্দোলনের অন্যতম নেতা অনিকেত মাহাত এবং চাকরিহারা যোগ্য শিক্ষক আন্দোলনের নেতা চিন্ময় মন্ডল। দুজনেই বরুণ বিশ্বাস স্মরণ সভা থেকে সরকারের বিরুদ্ধে সুর তোলেন। যোগ্য শিক্ষক আন্দোলনের নেতা চিন্ময় মন্ডল বলেন "বর্তমানে এরাজ্যে নারীর নিরাপত্তা নেই,শিক্ষাক্ষেত্রে ব্যাপক দুর্নীতি। অথচ সঠিক বিচার নেই। তাই আমরা এক ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে চাইছি।" যা দেখে উপস্থিত একাংশের মতে বরুণ বিশ্বাসের স্মরণসভা শেষ পর্যন্ত আগামী দিনের শাসক বিরোধী বৃহত্তর ঐক্যের মহড়ায় পরিণত হয়ে পড়ে। অনেকেই এনিয়ে উষ্মা প্রকাশ‌ও করেছেন। অবশ্য এই বিষয়ে বরুণ বিশ্বাস স্মৃতিরক্ষা কমিটির প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিনের সভা থেকে বিশিষ্ট চিত্র পরিচালক শতরুপা সান্যালকে সভানেত্রী নির্বাচিত করে বরুণ বিশ্বাস স্মৃতি রক্ষা কমিটির নতুন কমিটি ঘোষিত হয়।


ads banner


ads banner

Bangla eDaily to resume soon



Tags: