নরেন্দ্রনাথ কুলে
সরকারি সংস্থার বেসরকারিকরণে বিজেপি সরকারের পদক্ষেপ দ্রুতগতিতে কাজ করছে । বিরোধী প্রতিবাদ যতই থাকুক তা তোয়াক্কা করতে হবে এমন কোন কথা নেই। বিজেপি সরকার মানুষকেও তোয়াক্কা করে এমনও কথা নেই। তবে তাঁদের প্রকল্পের বাহাদুরি অবশ্যই আছে । সেই বাহাদুরিতে সরকারি সংস্থান বলতে যা বোঝায় তা যেমন সঙ্কুচিত হচ্ছে, তেমন সরকারি কর্মচারী বলতে যা বোঝায় তার সংখ্যাও ক্রমশ সঙ্কুচিত হচ্ছে । তবে সম্প্রতি একটি রিপোর্ট বলেছে যে এই সঙ্কোচনের ফলে রাষ্ট্রের অধীনস্থ সংস্থাগুলিতে গত পাঁচ বছরে প্রায় এক লক্ষ আট হাজারের বেশি মানুষ কাজ হারিয়েছে । বেসরকারিকরণের গ্রাসে মানুষ কাজ হারালে সরকারের 'বিকশিত ভারত' কাদের জন্য গড়তে চাইছে ? শুধু তাই নয় এই সরকার দেশকে 'স্বতন্ত্র ভারত' থেকে 'সমৃদ্ধ ভারত' পথে এগিয়ে নিয়ে যাওয়ার পথ দেখাতে সচেষ্ট হয়েছে। তা কাদের জন্য? সেই পথে নাকি যুবক-যুবতীর কর্মপথ বিকশিত হবে বলে প্রকল্প ঘোষণা করেছেন সরকার । সরকারি সংস্থার সঙ্কোচনে 'বিকশিত ভারত' । সরকারি সংস্থার বেসরকারিকরণে বিকশিত ভারত । এই লক্ষ্যে প্রকল্প । বিকশিত প্রকল্প। 'পিএম বিকশিত ভারত রোজগার যোজনা' নামের এই প্রকল্পে তিন কোটি যুবক-যুবতী প্রতি মাসে সুবিধা পাবে বলে বলা হয়েছে । বেসরকারি ক্ষেত্রে প্রথম কর্মী হিসেবে নিযুক্ত যুবকদের মাসিক পনেরো হাজার টাকা করে এই সুবিধা দেওয়া হবে বলে 'পিএম বিকশিত ভারত রোজগার যোজনা' চালু হতে চলেছে । কিন্তু কতদিন এই সুবিধা দেওয়া হবে তা খবরে প্রকাশিত নয় ।
দারুণ পদক্ষেপ । একদিকে সরকারি সংস্থার বেসরকারিকরণে মানুষ কর্মচ্যুত হবে, আর একদিকে বেসরকারি সংস্থার কর্মী হিসেবে যোগদান করলে সরকার মাসিক সুবিধা দেবে । বেসরকারি সংস্থার কর্মীর জন্য সরকার আলাদা করে মাসিক আর্থিক সুবিধা দেবে কেন ? বেসরকারি সংস্থা কর্মচারীকে কম বেতন দিয়ে মুনাফা করবে, আর সরকার তার কর্মীদের মাসিক আর্থিক সুবিধা দেবে । এই ব্যবস্থায় সরকার স্বতন্ত্র থেকে সমৃদ্ধ করার বিকশিত পথ কাদের জন্য তৈরি করছে ?

