হাসান লস্কর বাবলু, দঃ ২৪ পরগনা
গত কয়েকদিনের ভারি বৃষ্টি ও অমাবস্যার ভরা কটালের জলের চাপে এবার বাঁধে ধস নামলো গোসাবার গ্রামে। দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের বালি ১ গ্রাম পঞ্চায়েতের আমলামেথি গ্রামে গোমর নদীর বাঁধে হঠাৎই ধস নামে। প্রায় ৪০ ফুট নদীবাঁধ ধসের কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি সেচ দফতরের খবর দিলে সেচ দফতরের এসে সেই নদীবাদের মেরামতির কাজ শুরু করে।
এলাকার মানুষ দীর্ঘদিন ধরেই কংক্রিটের বাঁধের দাবি জানিয়েছেন, কিন্তু সেই বাঁধ এখনও হয়নি। আর তাই বর্ষাকাল বা প্রাকৃতিক দুর্যোগের সময় তো বটেই, সাধারণ অমবশ্যা ও পূর্ণিমার ভরা কটালেও এলাকার সাধারণ মানুষ যথেষ্ট আতঙ্কিত থাকেন। গোসাবা ব্লকের সেচ দফতরের আধিকারিক বলেন, আপাতত এলাকা বিপদমুক্ত। জোর কদমে কাজ চলছে নদীবাঁধ মেরামতির।”
এলাকার মানুষ দীর্ঘদিন ধরেই কংক্রিটের বাঁধের দাবি জানিয়েছেন, কিন্তু সেই বাঁধ এখনও হয়নি। আর তাই বর্ষাকাল বা প্রাকৃতিক দুর্যোগের সময় তো বটেই, সাধারণ অমবশ্যা ও পূর্ণিমার ভরা কটালেও এলাকার সাধারণ মানুষ যথেষ্ট আতঙ্কিত থাকেন। এলাকার বাসিন্দারা বলেন, "জানিনা কবে এই বাঁধ কংক্রিটের হবে আদৌ হবে কিনা। দুর্বল নদীবাঁধের কারণে প্রাকৃতিক বিপর্যয় তো বটেই, অমাবস্যা ও পূর্ণিমার কটালেও আমাদের বিপদের মধ্যে দিন কাটাতে হয়।
তার পাশাপাশি পূর্ণিমার কটালে সুন্দরবন এলাকার নদীগুলি জোয়ারের সময় ফুলে ফেঁপে উঠেছে। ভরা কটালের জলের চাপ সহ্য করতে না পেরে বাঁধে ধস নেমেছে। বাসিন্দাদের দাবি, গত মাসেও এখানে বাঁধে ধস নেমেছিল। সেচ দপ্তর দায়সারা ভাবে কোনও রকমে পলিথিন দিয়ে জলের স্রোতের ধাক্কা সামলানোর ব্যবস্থা করেছে। একটানা বৃষ্টির ফলে বাঁধের মাটি নরম হয়ে বারবার ধস নামছে।

