কলকাতা: শনিবার কলকাতার জনসভা থেকে সরাসরি তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি অভিযোগ করেন, “দুর্নীতিবিরোধী বিল নিয়েই তৃণমূল আতঙ্কে ভুগছে। রাজ্যের একাধিক মন্ত্রী দুর্নীতির সঙ্গে যুক্ত। তাই বাংলার উন্নয়ন আজ বাধাগ্রস্ত।”
মোদি বলেন, বাংলার সাধারণ মানুষ দুর্নীতি, তোলাবাজি এবং সন্ত্রাসের রাজনীতি থেকে মুক্তি চান। তাঁর দাবি, কেন্দ্র দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে চাইলে তৃণমূল সরকার বারবার সেই প্রচেষ্টা ব্যাহত করেছে। তিনি প্রশ্ন তোলেন, “যারা দুর্নীতিকে আড়াল করার রাজনীতি করে, তারা কি বাংলার উন্নয়নের পথে এগোতে পারে?”
প্রধানমন্ত্রী আরও অভিযোগ করেন, রাজ্যের যুব সমাজ কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে না, সাধারণ মানুষ পাচ্ছেন না কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা। তাঁর আহ্বান, “বাংলাকে এগিয়ে নিতে হলে দুর্নীতিমুক্ত সরকার গড়ে তুলতেই হবে। পরিবর্তন ছাড়া উন্নয়ন অসম্ভব।”
রাজনৈতিক মহলে মোদির এই বক্তব্য নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিজেপি নেতৃত্বের দাবি, বাংলার মানুষ দুর্নীতি আর সহ্য করবে না। অন্যদিকে তৃণমূল কংগ্রেস জানিয়েছে, প্রধানমন্ত্রীর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং নির্বাচনী প্রচারের কৌশল।
ভোটের মুখে প্রধানমন্ত্রীর এই কড়া আক্রমণ বাংলার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল।