Select language to read news in your own language

বাংলা ভাষা নিয়ে হুংকার মমতা - অভিষেকের ! TMC- র পোস্টারে রাজত্ব দখল উর্দূর


সোনিয়া দাস :


একুশে জুলাইয়ের শহিদ মঞ্চ থেকেই বাংলা ভাষা রক্ষার্থে সুর চড়িয়েছিলেন তৃনমূল সুপ্রিমো মমতা সহ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভাষা আন্দোলন শুরুর ডাকও দেন তিনি অন্যান্য রাজ্যে বাংলা ও বাঙালির উপরে হেনস্থার অভিযোগ এনে। এদিকে আবার খোঁদ  তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) পোস্টারেই উর্দুর রাজত্ব। বাংলা সেখানে নিশ্চিহ্ন। আর এবার সেই ২১শে  জুলাইয়ের তৃণমূলের  কিছু পোস্টারের দিকে দৃষ্টি আকর্ষণ করে পালটা আক্রমণে রাজ্যের বিরোধী দল বিজেপি (BJP)।

সোমবার প্রতি বছরের মতোই ধর্মতলা চত্বরে আয়োজিত হয়েছিল তৃণমূলের (Trinamool Congress) বার্ষিক ‘মেগা ইভেন্ট’ শহিদ স্মরণে ২১ শে জুলাইয়ের জনসভা। চারিদিকে শুধু পোস্টার আর পোস্টারে ছেয়ে যায় গোটা রাজ্য।  একুশের জনসভায়  তৃণমূলের কর্মী সমর্থকরা দলে দলে এসেছিলেন বিভিন্ন জেলা থেকে। অনেক পোস্টারে আবার দেখা গিয়েছে ১৩ জন শহিদের নাম লেখা। বঙ্গ বিজেপির (BJP) ফেসবুক পেজে এমনই কিছু পোস্টারের ছবি সম্প্রতি শেয়ার করা হয়েছে। আর সেখানেই বাংলা ভাষা কই, প্রশ্ন তুলে দিয়েছে রাজ্য বিরোধীদল।

রাজ্য বিজেপির সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, একটি পোস্টারে একদিকে ইংরেজিতে লেখা শহিদদের নাম আর অপরদিকে লেখা উর্দু ভাষায়। অন্য কিছু পোস্টারে উর্দুতে লেখা রয়েছে ২১শে জুলাইয়ে ধর্মতলায় যাওয়ার আমন্ত্রণ । সেই পোস্টারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বঙ্গ বিজেপি (BJP)। পোস্টে লেখা হয়েছে, ‘তৃণমূল কংগ্রেসের পোস্টারগুলো একবার ভালো করে দেখুন- কোথাও বাংলা ভাষার চিহ্নমাত্র নেই। এমনকি মমতা ব্যানার্জির নাম পর্যন্ত উর্দুতে লেখা, অনুষ্ঠানেও আমন্ত্রণ জানানো হয়েছে উর্দুতে।’

সঙ্গে আরও লেখা হয়েছে, ‘এখনও যদি বাঙালিরা মমতা ব্যানার্জির ষড়যন্ত্র বুঝতে না পারে, তাহলে ২০২৬-র নির্বাচনের পর বাংলায় থাকতে গেলে উর্দু শেখা বাধ্যতামূলক হবে। উর্দু না জানলে আপনাকে বাংলা ছাড়তে হবে।’


এরপরেই অবশ্য তৃণমূলের  একটি পুরনো টুইটে উর্দুকে ‘দ্বিতীয় ভাষা’ করার দাবি নিয়েও সরব হয় বঙ্গ বিজেপি।
ads banner


ads banner

Bangla eDaily to resume soon



Tags: