সোমনাথ চৌধুরী :
ডাল ভাতে বাঙালি! এবার সেই ডাল ভাতের জোগানে হিমসিম জনতা জনার্দন।রাজ্য সহ কেন্দ্রীয় শাসকের রাজনীতি যখন ব্যস্ত হিন্দু ও মুসলিম করতে ঠিক তখনি দ্রব্যমূল্য বৃদ্ধির প্রকোপে চাল ,ডাল সহ রান্নার তেল। সাধারনের খাবার চাল ৪৫-৫০ টাকা কেজি ,মুশুড় ডাল ১২৫-১৩০,সরিষার তেল ২১০ টাকা লিটার ছুঁই ছুঁই ,এমত অবস্থায় বেশ অস্বস্তিতে জনতা জনার্দন।
উল্লেখ্য ,গত পরশু দিন থেকেই উর্ধ্বমূখী রান্নার তেলের দাম ,বিগত সপ্তাহে যা ছিল ১৭০ টাকা লিটার তা এখন ২০০ টাকা লিটার। পাশাপাশি গত সপ্তাহে মুশুড় ডাল ছিল ১০০-১১০ টাকা তা এখন বেড়ে হয়েছে ১৩০ টাকা। বিগত বছরে যেখানে চালের দাম ছিল ৩২-৩৫ টাকা তা এখন বেড়ে হয়েছে ৪৫-৫০ টাকা।
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রসঙ্গে এক মুদি ব্যবসায়ী জানান,উৎপাদন কম হওয়া সহ এক শ্রেণীর কালোবাজারিদের অধিক মাত্রায় সংরক্ষণ মূল্যবৃদ্ধির মূল কারন।কিছু অসাধু ব্যবসায়ী বাজারে কৃত্রিম সংকট তৈরী করে জিনিসপত্রের দাম বৃদ্ধি করছে।এমত অবস্থায় প্রশাসনের অবিলম্বে হস্তক্ষেপ করা উচিত বলে জানান তিনি।
দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে অবিলম্বে সরকারের উচিত ব্যবসায়ীদের সংরক্ষণ নীতিতে বদল আনা এমনটাই মত বিশেষজ্ঞদের।