Select language to read news in your own language

Robbery at PNB Bank and Post Office : রাষ্ট্রীয় ব্যাংক সহ পোস্ট অফিসে ডাকাতি

বুধবার রাতে রাষ্ট্রীয় ব্যাংক সহ পোস্ট অফিসে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।

সোমনাথ চৌধুরী :

গোপালগঞ্জে ব্যাংক ও পোস্ট অফিসে চুরি চেষ্টা, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন । দঃদিনাজপুর জেলার অন্তর্গত কুমারগঞ্জ ব্লকের গোপালগঞ্জে জনবহুল এলাকায় দুঃসাহসিক ডাকাতির চেষ্টা ।১০ নম্বর রাজ্য সড়কের পাশে একই বিল্ডিং-এ থাকা গোপালগঞ্জ পোস্ট অফিস ও একটি রাষ্ট্রীয় ব্যাঙ্কের শাখায় রাতের অন্ধকারে ডাকাতির চেষ্টা চালায় দুস্কিতিরা। 

ব্যাঙ্ক সহ পোস্ট অফিস থেকে আনুমানিক ৩০০ মিটারের মধ্যেই অবস্থিত কুমারগঞ্জ থানা ,তারপরও এমন ঘটনা কীভাবে ঘটলো তা নিয়ে উঠছে প্রশ্ন ?পাশাপাশি পুলিশের নিঃস্কৃয়তা নিয়েও উঠছে প্রশ্ন।

এদিন সকালে অফিস খুলতে এসে বিষয়টি কর্মীদের নজরে আসে ,দেখা যায় পোস্ট অফিসের জানালা ভাঙা কাগজ পত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং ভোল্ট ভাঙার চিহ্ন স্পষ্ট তবে পোস্ট অফিসের অর্থ সুরক্ষিত রয়েছে এমনটাই সংবাদ মাধ্যমের প্রতিনিধির মুখোমুখি হয়ে জানান পোস্ট মাস্টার সুজয় সরকার।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কুমারগঞ্জ শাখার ম্যানেজার অরিন্দম সরকার সংবাদ মাধ্যমের প্রতিনিধি জানিয়েছেন ,ব্রাঞ্চ খুলতেই বিষয়টি নজরে আসে, সব কিছু খতিয়ে দেখা হচ্ছে। অর্থিক ক্ষয় ক্ষতির পরিমাণ নির্দিষ্ট ভাবে জানা যায় নি। 

ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে আতঙ্ক,ঘটনার তদন্তে কুমারগঞ্জ থানার পুলিশ।

ads banner


ads banner

Bangla eDaily to resume soon



Tags: